৫০০+১০০০+২০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া ২০২৫

বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে জানার জন্য অর্থাৎ ৫০০+ ১০০০+২০০০ টাকার কি গিফটগুলো উপহার দেওয়া যায় সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জানার জন্য গুগলে অনুসন্ধান করে থাকেন। আশা করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।
প্রতিটি মানুষের বন্ধু বান্ধব বা আত্নীয় স্বজন থাকে। সেক্ষেত্রে কম দামে ভালো উপহার কি দেওয়া যায় সে সম্পর্কে চিন্তায় পড়ে থাকেন। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আপনি ৫০০ থেকে ১৫০০ টাকার ভেতরে ভালো ভালো বিয়ের গিফট আইডিয়া নিতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃ বিয়ের গিফট আইডিয়া ২০২৫ সম্পর্কে জানতে পড়ুন

বিয়ের গিফট আইডিয়া ২০২৫

বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আশা করি বিভিন্ন রকম এবং বিভিন্ন দামের বিয়ের গিফট সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন। প্রায় অধিকাংশ মানুষের গিফটের টাকার সাধ্য কম থাকে আবার অনেকের 

বেশি টাকার ফলে বিভিন্ন সমস্যার ভিতরে পড়তে হয়। তাই আপনাদের সাধ্য অনুযায়ী আমরা আজকে এই আর্টিকেলটির মাধ্যমে ৫০০+১০০০+১২০০+২০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে আর দেরি না করে নিচে জেনে নেওয়া যাক।

৫০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

৫০০ টাকা বিয়ের গিফট আপনার কাছে ভালো কিছু আইডিয়া হতে পারে। নব দম্পতিকে আপনি যদি কম টাকার ভিতরে ভালো উপহার দিতে চান সেক্ষেত্রে মাত্র ৫০০ টাকার ভিতরে ভালো কিছু গিফট আইডিয়া আপনি জেনে নিতে পারবেন। যা নবদম্পতির বৈবাহিক জীবনে ভালো উপকার এবং স্মরণীয় হয়ে থাকতে পারে। তাহলে চলুন গিফটগুলো কি সে সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।

  • ১.দেয়াল ঘড়িঃ দেয়াল ঘড়ি প্রতিটি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপহার হতে পারে। সময় ছাড়া কোন ব্যক্তি আসলেই চলতে পারে না তাই আপনার হাত ঘড়ি কিংবা দেযাল ঘরি গিফট হিসাবে নবদম্পতির জন্য ভালো উপহার হতে পারে।
  • ২.ফুলদানিঃ ফুলদানি হচ্ছে সৌখিন অর্থাৎ ঘরকে সুন্দর রাখার জন্য ভালো একটি উপহার হতে পারে। যা আপনি কম দামের ভিতরে বিয়েতে গিফট হিসাবে দিতে পারবেন।
  • ৩.ফটো ফ্রেমঃ নবদম্পতির বিয়েতে ফটো ফ্রেম ভালো একটি উপহার হতে পারে। যেটা বিয়ের ছবি সংগ্রহ নবদম্পতির জন্য কাজে আসবে। এই উপহারটি ৫০০ টাকার ভিতরে দিতে পারবেন।
  • ৪.ব্রেসলেট বা চেইনঃ সিলভারের কম দামের ভিতরে অনেক ব্রেসলেট বা গোলার চেইন পাওয়া যায় যেগুলো আপনি বিয়েতে গিফট হিসাবে দিতে পারবেন। অর্থাৎ আপনি এই উপহারগুলো নবদম্পতির বিয়েতে ৫০০ টাকাতে কমপ্লিট করতে পারবেন।
  • ৫.কাস্টমাইজ করা মগঃ মাত্র ৫০০ টাকার ভিতরে নবদম্পতির জীবনের স্মৃতি কে মনে করিয়ে দিতে আপনি বিয়ের ছবি দিয়ে প্রিন্ট করে কাস্টমাইজ করে গিফট করতে পারবেন। এভাবেই আপনি কম টাকার ভিতরে বিয়ের দিতে পারবেন।

১০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

আপনার কাছে যদি ১০০০ টাকা থাকে, তাহলে ভালো ভালো কিছু আইটেমের গিফট আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের বিয়েতে উপহার হিসাবে দিতে পারবেন। চলুন তাহলে কি কি গিফটগুলো দিতে পারবেন তার কিছু আইডিয়া আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

  • ১.জামদানি শাড়ি বা হাফ সিল্ক শাড়িঃ জামদানি কিংবা হাফসিল্ক ভালো কোয়ালিটির শাড়ি মাত্র ১০০০ টাকার ভিতরে বিয়ের গিফট দিতে পারবেন। এটি যেমন সুন্দর তেমনি দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য। বাজারে এই ধরনের সাড়ি আপনি ১০০০ টাকার ভিতরেই পেয়ে যাবেন। চাইলেই এটি উপহার হিসেবে দিতে পারবেন।
  • ২.ডেকোরেটিভ আইটেমঃ নবদম্পতি ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি চাইলেই ১০০০ হাজার টাকার ভিতরে উপহার হিসেবে দিতে পারবেন যেমন দেয়াল ঘড়ি,ফটো ফ্রেম,ফুলদানি ইত্যাদি।
  • ৩.ওয়াটার হিটারঃ বিয়ের গিফট হিসাবে ১০০০ টাকার ভিতরে ওয়াটার হিটার উপহার দিতে পারেন। এটি যেমন সহজলভ্য বাজারে অল্প দামের ভিতরে পাওয়া যায়। কম দামের ভিতরে উপহার হিসাবে ভালো একটি পণ্য হতে পারে।
  • ৪.রুপার অলংকারঃ বিয়ের গিফট হিসাবে ১০০০ টাকার ভিতরে পায়ের নুপুর অলংকার দিতে পারেন। রুপার অলংকার মহিলাদের জন্য খুবই পছন্দের একটি জিনিস।
  • ৫.জিজাইন করা আয়নাঃ বর্তমানে কাস্টমাইজ করা অনেক ধরনের আয়না পাওয়া যায় আবার কাস্টমাইজ করে নিজের পছন্দমত ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। এগুলো বিয়ের গিফট হিসাবে খুবই ভালো এবং আপনি মাত্র ১ হাজার টাকার ভেতরে এই উপহার গুলো পেতে পারেন।

১২০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

১২০০ টাকার ভিতরে আপনি কি বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন? ১২০০ টাকার ভিতরে আপনি অনেকগুলো বিয়ের আইটেম পাবেন যেগুলো বিয়ের উপহার হিসেবে দিতে পারবেন। চলুন তাহলে কি কি আইটেম পাবেন এই পোস্টের মাধ্যমে সেই আইডিয়াগুলো নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

  • হটপট
  • ওয়াটার হিটার
  • প্রেসার কুকার
  • দেওয়াল ঘড়ি
  • বিছানার চাদর
  • হাত ঘড়ি
  • শাড়ি
  • হাত ঘড়ি

২০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

২০০০ টাকার ভিতরে কি গিফট দেওয়া যায় সে সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন মাধ্যমে তথ্য জানতে চান। কিন্তু কি গিফটগুলো দেওয়া যায় সেই আইডিয়াগুলো বের করতে পারেন না। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ২০০০ টাকার ভিতরে ভালো মানের গিফট আইডিয়া সম্পর্কে নিচে জেনে নিতে পারবেন।

  • ডিনার সেট
  • অলংকার
  • সিরামিক মগের সেট
  • প্রেসার কুকার
  • মসলার ব্লেন্ডার
  • রাইস কুকার
  • ফুলদানি
  • ছবির অ্যালবাম ইত্যাদি

৩০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

আপনারা যারা ৩ হাজার টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কেননা ৩ হাজার টাকার ভেতরে কি কি গিফট পাওয়া যায় সেগুলো সম্পর্কে নিচে জেনে নিতে পারবেন। চলুন তাহলে গিফট গুলো কি সেগুলোর আইডিয়া নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

  • বাসার ডেকোরেশন আইটেম
  • বেড শীড
  • ব্রেড স্প্রেড শীড
  • বিয়ের অ্যালবাম
  • ট্র্যাভেল মগ
  • পারফিউম সেট
  • ড্রসিংটেবিল
  • রাইস কুকার ইত্যাদি

৪০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

৪০০০ টাকার ভিতরে আপনি অনেকগুলোর বিয়ের গিফট আইডিয়া এই আর্টিকেলটির মাধ্যমে পেতে পারেন। যেগুলো বিযেতে আপনার উপহার হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করে থাকি। চলুন তাহলে ৪০০০ টাকার ভিতরে বিয়ের কি কি গিফটগুলো দেওয়া যায় সেই আইডিয়াগুলো সম্পর্কে নিচে জেনে নেই।

  • জুয়েলারি
  • কিচেন অ্যাপ্লায়েন্স
  • কফি মেকার
  • ডেকোরেটিভ ল্যাম্প
  • গিফট কার্ড
  • বেডশিট সেট

৫০০০ টাকার ভিতরে বিয়ের গিফট আইডিয়া

৫০০০ টাকা বিয়ের গিফট কেনার জন্য অনেক বড় অংকের টাকা। এই টাকার ভিতরে আপনি ভালো মানের বিয়ের গিফট উপহার দিতে পারবেন। কিন্তু ভাবছেন কি উপহার দিব সে সম্পর্কে বুঝতে পারছেন না? তাহলে চলুন নিচে জেনে নেওয়া জাক ৫০০০ টাকার ভিতরে কি গিফট গুলো দেওয়া যায় সে সম্পর্কে।

  • মসলা করা ব্লেন্ডার
  • ইলেকট্রিক চুলা
  • রাইস কুকার
  • ডিনার সেট
  • আলমারি
  • শো-কেচ
  • ড্রেসিংটেবিল
  • ওয়ারড্রপ ইত্যাদি

বন্ধুর বিয়েতে যে উপহার দিতে পারেন

বন্ধুর বিয়েতে আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের আইটেম উপহার দিতে পারবেন। বিশেষ করে কিছু আকর্ষণীয় আইটেমের গিফট রয়েছে যেগুলো আপনি উপহার হিসেবে দিতে পারেন। কিন্তু বুঝতে পারছেন না কি গিফটগুলো দেওয়া যায় সে সম্পর্কে। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য চলুন জেনে নেওয়া যাক বন্ধুর বিয়েতে কি গিফট দেওয়া যায় তার আইডিয়া সম্পর্কে।

  • প্লেট সেট
  • গ্লাস সেট
  • জগ সেট
  • বই
  • দেওয়াল ঘড়ি
  • ফটো ফ্রেম
  • ফুলদানি
  • ক্যান্ডেল হোল্ডার
  • রুপোর অলংকার
  • শর্বত সেট
  • শাড়ি
  • রূপার অলংকার
  • প্রেশার কুকার
  • ফটো অ্যালবাম ইত্যাদি

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজে জানতে পারলেন যে, অল্প টাকার ভিতরে এবং বেশি টাকার ভেতরে কি গিফট গুলো দেওয়া যায় সেই সম্পর্কে। বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে আশা করি সহজেই বুঝতে পেরেছেন। আপনারা যারা বিভিন্ন আইটেমের বিয়ের গিফট খুঁজছেন এবং বিভিন্ন বাজেটের টাকা রয়েছে তাদের জন্য আজকেই এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো আইডিয়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url