জিমেইল একাউন্ট খোলার নিয়ম ২০২৫
জিমেইল একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় সে
সম্পর্কে জানেন না। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। এই পোস্টে
নিচে জেনে নিতে পারেন জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে অনেকেই জানেন আবার কিছু কিছু মানুষ জানে না
যার ফলে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয়
যারা জানেন না, আজকের এই পোষ্টের মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম ২০২৫ জানতে পড়ুন
জিমেইল একাউন্ট কেন খুলবেন?
জিমেইল একাউন্ট থাকা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বর্তমানে
প্রায় প্রতিটি মানুষের কাছে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এমনকি ঘরে থাকা
অ্যান্ড্রয়েড টিভি কিংবা স্মার্ট টিভি ব্যবহার করে থাকি। যা জিমেইল একাউন্ট
ছাড়া ব্যবহার করা প্রায় অসম্ভব বলাই চলে। কারণটা হচ্ছে জিমেইল একাউন্ট বা গুগল
একাউন্ট না থাকলে আপনি google প্লে স্টোর থেকে গুগলের যে কোন সার্ভিস গ্রহণ করতে
পারবেন না। আর এজন্যই জিমেইল একাউন্ট খোলা প্রয়োজন বা প্রতিটি মানুষের থাকা
প্রয়োজন।
নতুন জিমেইল একাউন্ট খুলব কিভাবে
নতুন জিমেইল একাউন্ট হচ্ছে মূলত গুগলের নিজস্ব সার্ভিস যার মাধ্যমে গুগল তার
প্রডাক্টগুলো ব্যবহার করা অনুমতি দিয়ে থাকে। আপনারা যারা জিমেইল একাউন্ট খুলতে
চাচ্ছেন সেক্ষেত্রে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না শুধু মাত্র কয়েকটি জিনিস
থাকলেই আপনি সহজেই নতুন জিমেইল একাুন্ট ক্রিয়েট করতে পারবেন। চলুন তাহলে নতুন
কিবাবে নতুন জিমেইল একাউন্ট খোলা যায় সে সম্পর্কে নিচে জেনে নেই।
- আপনার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে
- মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে
- আপনার নাম এবং জন্মতারিখ লাগবে
উপরে উল্লেখিত তিনটি জিনিস থাকলে আপনি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে নতুন জিমেইল
একাউন্ট তৈরি করতে পারবেন। জিমেইল একাউন্ট আপনি সাধারণত দুটো পদ্ধতিতে খুলতে
পারবেন দুটি পদ্ধতি অনুসরণ করে নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম বিস্তারিতভাবে
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
নতুন জিমেইল আইডি খোলার নিয়ম
ডিজিটাল যুগে বর্তমানে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম হচ্ছে ইমেইল
এবং জিমেইল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল পরিষেবা। গুগল দ্বারা পরিচালিত
এই সেবা আপনি ব্যবহার করে খুব সহজেই ইমেইল পাঠাতে, গ্রহণ করতে এবং সংরক্ষণ করতে
পারবেন। এছাড়াও আপনি অন্যান্য সেবাগুলো গ্রহণ করতে পারবেন অর্থাৎ গুগল ড্রাইভ,
গুগল
ডকস এবং ইউটিউব ইত্যাদি ক্ষেত্রে আবশ্যক প্রয়োজন পড়ে। নতুন জিমেইল একাউন্ট আপনি
সহজ প্রক্রিয়ায় এবং দ্রুত সময়ে খুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু
ধাপ অনুসরণ করতে হবে। কিভাবে ধাপগুলো অনুসরণ করবেন সেগুলো সংক্ষিপ্ত আকারে নিচে
উল্লেখ করে দেওয়া হচ্ছে। মনোযোগ সহকারে দেখলে আশা করি সহজেই নতুন জিমেইল আইডি
খুলতে পারবেন।
মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম
আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিচে যে ধাপগুলো দেওয়া হবে সেগুলো অনুসরণ
করলে সহজেই জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। খুব সহজে এবং দ্রুততম সময়ে আপনার
জিমেইল আইডি তৈরি করতে পারবেন। জিমেইল একাউন্ট তৈরি করার জন্য আপনাকে কারো
সাহায্য নিতে হবে না। চলুন তাহলে নিজেই কিভাবে জিমেইল একাউন্ট খুলবেন সে সম্পর্কে
নিচে জেনে নেই।
- প্রথমেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জিমেইল অ্যাপ ওপেন Set up Email অপশনে থাকা google অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে Create Account অপশনটিতে ক্লিক করতে হবে।
- এখন আমি দুটি অপশন দেখতে পাবেন For my personal use ও For work or My Business এর মধ্যে থেকে আপনার যেটি পছন্দ সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ফাস্ট নেম এবং লাস্ট নেম লিখে Next অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর google থেকে আপনাকে জিমেইল এড্রেস সিলেক্ট করতে বলবে তখন আপনার যেটি পছন্দ হয় সেটিতে ক্লিক করতে হবে কিংবা Create your own Gmail Address ক্লিক করতে হবে। এরপর আপনাকে Next বাটনে ক্লিক করতে হবে।
- এখন আপনাকে ৮টি সংখ্যার password বসাতে হবে এবং পাসওয়ার্ড বসানো হলে Next বাটনে চাপ দিতে হবে।
- এরপর এখন আপনার কাছ থেকে ফোন নাম্বার চাওয়া হবে আর এই ফোন নাম্বারটি দিলেও হবে আবার না দিলেও হবে।তবে gmail এর একাউন্ট সুরক্ষায় আপনার ফোন নাম্বারটি দেওয়াই উচিত বলে মনে করি। আর যদি ফোন নাম্বারটি না দিতে চান তাহলে স্কিপ বাটনে ক্লিক করতে পারেন।
- আপনার মোবাইল ফোনের ডিসপ্লে জিমেইল একাউন্ট সঠিকভাবে তৈরি হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর google এর Privacy & terms পরে স্কল করে I Agree বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাবেন আপনার ফোনে জিমেইল একাউন্টটি সঠিকভাবে তৈরি হয়েছে।
আইফোন দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম
আপনারা যারা iphone ব্যবহার করে থাকেন তাদের জন্য জিমেইল একাউন্ট খোলা খুবই
জরুরী। মোবাইল ফোনের মত আপনি iphone দিয়ে জিমেইল একাউন্ট ছাড়া কোন অ্যাপ কিংবা
YouTube অ্যাপ লগইন করতে পারবেন না। আর এজন্য অবশ্যই আপনাকে iphone এর জিমেইল
অ্যাকাউন্ট চেক করতে হবে। আপনাদের যারা আইফোনের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুলতে
চাচ্ছেন সেক্ষেত্রে ইতিমধ্যে উপরে উল্লেখিত খোলার নিয়ম সম্পর্কে ফলো করলেই সহজে
জিমেইল আইডি খুলতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম
আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জিমেইল একাউন্ট খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে
এ মাধ্যমে জিমেইল একাউন্ট খোলা অনেকটাই সহজ। কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারের
মাধ্যমে gmail id খুলবেন চলুন নিচে কিছু ধাপ সম্পর্কে জেনে নেওয়া যাক।
- আপনার ল্যাপটপ বা কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এই ঠিকানা থেকে যেতে হবে।
- এরপর ডান দিকে দেখতে পাবেন "একাউন্ট তৈরি করুন" অপশনটিতে ক্লিক করে যে নামে জিমেইল করতে চাচ্ছেন যে নামটি লিখতে হবে।
- এরপর ব্যবহারকারীর নাম লিখতে হবে।
- তারপর শক্তিশালী একটি পাসওয়ার্ড লিখতে হবে এবং পুনরায় পাসওয়ার্ডটি লিখতে হবে।
- এরপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
- এখন আপনার একাউন্টটি সুরক্ষার জন্য মোবাইল ফোন নাম্বার যোগ করতে হবে যাচাই করুন তারপর "পরবর্তী" বাটনে ক্লিক করতে হবে।
- এরপর জন্ম তারিখ, লিঙ্গ তারপর "সম্মত" বাটনে ক্লিক করতে হবে।
- এভাবেই উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে জিমেইল একাউন্ট সঠিকভাবে তৈরি করতে পারবেন।
ফোন ছাড়া কি জিমেইল একাউন্ট খোলা যায়?
অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফোন নাম্বার ছাড়া কি জিমেইল একাউন্ট খোলা সম্ভব?
তাদের জন্য উত্তর হচ্ছে ফোন নাম্বার ছাড়াও জিমেইল একাউন্ট খোলা সম্ভব। ইতিমধ্য
আপনারা উপরে জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনেছেন সেখানে ফোন নাম্বার
ছাড়াই জিমেইল একাউন্ট খোলার নিয়ম দেখিয়েছি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন ফোন
নাম্বার
ছাড়াও জিমেইল একাউন্টে তৈরি করা যায় তবে ফোন নাম্বার সংযুক্ত করলে gmail
একাউন্টের পাসওয়ার্ড কখনো ভুলে গেলে আপনার ফোন নাম্বার রিকভারি পাসওয়ার্ড সেন্ট
করে পুনরায় আপনি জিমেইল একাউন্টটি ফেরৎ পেতে পারেন। তাই আমাদের পরামর্শ হচ্ছে যে
জিমেইল একাউন্ট খোলার সাথে সাথে আপনার সচল ফোন নাম্বারটি যোগ করা উচিত।
নতুন জিমেইল একাউন্ট সুবিধা
নতুন জিমেইল একাউন্ট তৈরি করা প্রতিটি মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হিসাবে
দাঁড়িয়েছে। নতুন gmail একাউন্টের কিছু সুবিধা রয়েছে যেগুলো একাউন্ট তৈরির
মাধ্যমে সেগুলো ভোগ করতে পারবেন চলুন সে সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
- ফ্রি স্টোরেজঃ আপনাকে গুগল ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ প্রদান করবে এটি আপনি ইমেইল, গুগল ড্রাইভ, google ফটোতে ব্যবহার করতে পারবেন।
- গুগল অ্যাপ্লিকেশন এক্সেসঃ নতুন gmail একাউন্টের মাধ্যমে আপনি সহজেই গুগল ড্রাইভ, google শীটস, গুগল ক্যালেন্ডার, গুগল ডক্স ইত্যাদি গুগল সেবাতে এক্সেস পাবেন।
- গুগল প্লে স্টোরঃ নতুন gmail একাউন্টের মাধ্যমে আপনি গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড কিংবা ইন্সটল করতে পারবেন।
- গুগল মিট ও চ্যাটঃ নতুন জিমেইল একাউন্টের মাধ্যমে আপনি গুগল মিট এবং গুগল চ্যাট ব্যবহার করে ভিডিও কনফারেন্স এবং তাৎক্ষণিক বার্তা সহজে প্রেরণ করতে পারবেন।
- গুগল ফটোঃ google ফটো ব্যবহার করে আপনি ছবি ও ভিডিও ব্যাকআপ করতে পারবেন এবং বিভিন্ন ডিভাইস থেকে এক্সেস যোগ্য হবে।
- গুগল এডসেন্স ও ইউটিউব মনিটাইজেশনঃ যেকোনো ধরনের ইউটিউব চ্যানেল বা ব্লক করার জন্য জিমেইল একাউন্টের প্রয়োজন পড়ে।
- প্রাইভেসি ও নিরাপত্তাঃ প্রাইভেসি এবং নিরাপত্তার জন্য জিমেইল একাউন্ট খুবই প্রয়োজনীয়।
লেখকের শেষ মন্তব্য
উপরে উল্লেখিত আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সহজেই জানতে পারলেন যে, নতুন
জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আপনারা যারা এর আগে জিমেইল একাউন্ট খুলতে
পারতেন না আশা করি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে সহজেই একাউন্ট খুলতে পারবেন।
জিমেইল একাউন্ট প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক কেননা প্রতিটি ক্ষেত্রে জিমেইল
একাউন্টের প্রয়োজন পড়ে। আজকের এই আর্টিকেলটি পড়ে যারা এখনো জিমেইল একাউন্ট
খুলতে পারেন নি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সহযোগিতা পাবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url