ভাগে কোরবানি দেওয়ার নিয়ম ২০২৫ জেনে নিন
ভাগে কোরবানি দেওয়ার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ
করে থাকেন। আপনার যারা নিয়মগুলো সম্পর্কে ধারণা রাখেন না আজকের এই পোস্টের
মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে পারেন।
কোরবানি হচ্ছে মুসলমান বড় উৎসব। আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে প্রায় প্রতিটি মুসলমান পশু কোরবানি করতে চান কিন্তু একটা পশু কতজন কোরবানি দিতে পারবেন সে সম্পর্কে প্রায় অনেকেই জানেন না। যা আজকে আর্টিকেলটির মাধ্যমে আশা করি জেনে নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ ভাগে কোরবানি দেওয়ার নিয়ম ২০২৫ জানতে পড়ুন
ভাগে কোরবানি দেওয়ার নিয়ম
ভাগে কোরবানি দেওয়ার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি অংশীদারিত্বের ভিত্তিতে অর্থাৎ ভাগে
কোরবানি দেওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। দুটি নিয়মে সাধারণত
মুসলমানদের বড়
উৎসব ঈদুল আযহাতে পশু কোরবানি করা যায়। প্রথম দিন হচ্ছে কয়েকজন মিলে ভাগে এবং
দ্বিতীয়টি হচ্ছে একা।সওয়াবের ক্ষেত্রে আপনি যদি অংশীদারিত্ব হতে চান, তবে
কয়েকজন মিলে একটি গরু,মহিষ ইত্যাদি ক্রয় করে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে
কোরবানি করতে পারেন। সবার টাকা এক যায়গাতে করে একটি মালিক বানিয়ে সকলেই সওয়াবের
ভাগি
হতে পারেন।আরো সহজ করে যদি বলি ভাগে যদি কোরবানি দিতে চান সেক্ষেত্রে ৩জন/৫জন/৭জন
একটি মহিষ কিংবা গরু বা উট কিনে কোরবানি করতে পারবেন। কেননা ছাগলের ক্ষেত্রে ভাগে
কোরবানি করার নিয়ম নেই।আর সেজন্য আপনি যদি ভাগে কোরবানি করতে চান সেক্ষেত্রে গরু
কিংবা মহিষ কোরবানি করতে হবে। তবে এই যে সকল ব্যক্তিরা আল্লাহকে
খুশি করার জন্য কোরবানি দিতে চাচ্ছেন সবার নিয়ত এবং হালাল টাকা থাকতে হবে। তাছাড়া
কোনো ভাগির নিয়ত এবং টাকা সঠিক না থাকে তাহলে কোরবানি নাও হতে পারে। সেজন্য
কোরবানিতে ভাগি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তি বুঝে নিতে হবে।
ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা?
ভাগে কোরবানি দেওয়া যাবে কি? সে সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটের
মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
পড়লে আশা করি ভাবে কোরবানি দেওয়া যাবে কিনা সে সম্পর্কে জেনে নিতে পারবেন।
ইতিমধ্যে আপনারা উপরে ভাগে কোরবানি দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
কোরবানির
ক্ষেত্রে প্রায় অধিকাংশ মানুষের মনেই প্রশ্ন জাগে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা?
আশা পোস্টটি পরোটা পড়লেই ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? সে সম্পর্কে জানতে
পারবেন।কোরবানি করার ক্ষেত্রে আপনার যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে একদিক
ব্যক্তি ভাগে কোরবানি করতে পারবেন, এই মর্মে উলামায়ে কেরামের মতামত রয়েছে। তবে
অনেক ওলামায়ে
কেরাম রয়েছেন যারা মনে করেন ভাগে কোরবানি করা বৈধ হবে না। আপনারা যারা ভাগে
কোরবানি দিতে যাচ্ছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অধিকাংশ উলামায়ে কেরামের মতামত
হচ্ছে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভাগে কোরবানি করতে পারবেন।
চলুন তাহলে ভাগে কোরবানি দেওয়ার পক্ষে যেসব উলামায়ে কেরাম দলিল পেশ করে সেগুলো
জেনে নেই। হজরত আলী (রা) থেকে বর্নিত যে একটি গরু বা মহিষ ৭জন মিলে কোরবানি করা
যাবে।(তিরমিজি শরিফ)। কোরবানি সম্পর্কে হাদিসে আরো বলা হয়েছে যে, জাবির (রাঃ)
থেকে বর্নিত নবী করীম (সাঃ) বলেছেন যে, কোরবানির ক্ষেত্রে গরু বা মহিষ ৭জনের পক্ষ
হতে এবং উট ৭জনের পক্ষ হতে। (মুসলিম,আবু দাউদ)
কোরবানির পশু কেনার পূর্বে যে বিষয়গুলো দেখতে হবে
আপনারা যারা ভাগে কোরবানি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে পশু কোরবানির নিয়ম কানুনগুলো
ইতিমধ্যে জেনেছেন। তবে কোরবানি করার ক্ষেত্রে পশু ক্রয়ের জন্য আপনাকে বিভিন্ন
বিষয় লক্ষ্য করতে হবে। আপনার মনমত কিনে ক্রয় করলেই হবে না বেশ কিছু নিয়ম কানুন
মেনে ক্রয় করা উচিত। তাহলে চলুন কোরবানির পশু কেনার পূর্বে যে বিষয়গুলো দেখতে হবে
সে সম্পর্কে নিচে জেনে নেই।
- কোরবানির পশুর বয়স এবং স্বাস্থ্য দেখতে হবে
- গরুর বয়স কমপক্ষে ২ বছর হতে হবে
- উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে
- ছাগলের বয়স ১ বছরের বেশি হতে হবে
- কোরবানির পশুর শিং ভাংগা থাকা যাবে না
- কানকাটা থাকা যাবে না
- পশুর স্তন ছিন্ন থাকা যাবে না
ভাগে কোরবানি দেওয়ার বৈধতা রয়েছে কিনা?
ভাগে কোরবানি দেওয়ার বৈধতা রয়েছে কিনা সে সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ
করেন। আপনাদের জানার সুবিধার্থে ইসলামী শরীয়ত অনুযায়ী ভাগে কোরবানি দেওয়ার
বৈধতা রয়েছে। আর এটি কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া
রয়েছে। কোরবানির ক্ষেত্রে বিভিন্ন মাজহাবের ফকীহগণ বড় পশু অর্থাৎ গরু/মহিষ/উট
কোরবানির ক্ষেত্রে একমত প্রকাশ করেন।
ভাগে কোরবানির ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো
কোরবানিতে করণীয়ঃ
- আপনাকে নির্দিষ্ট সময়ে কোরবানি করতে হবে অর্থাৎ কোরবানির দিন অর্থাৎ ঈদুল আযহা দিন থেকে শুরু করে পরবর্তী দুদিনের ভিতর কোরবানি করতে হবে।
- কোরবানি পশুটি সঠিকভাবে জবাই করতে হবে এবং আল্লাহর নাম জবাই করতে হবে। কেননা আল্লাহকে সন্তুষ্টির জন্যই এই কোরবানি।
- কোরবানির মাংসগুলো ও সমাজের ধনী এবং গরিবের মধ্য সমানভাবে বন্টন করতে হবে।
কোরবানিতে বর্জনীয় বিষয়গুলোঃ
- কোরবানির ভাগ করার ক্ষেত্রে কোনো প্রকার অনৈতিক অথাৎ অসততা করা যাবে না।
- কোরবানির মাংস কখনো বিক্রি করা যাবে না কেননা এটি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ত্যাগ করা এছাড়া দান করা এবং নিজেদের খাবারের জন্য।
পরিবেশগত দিকগুলো খেয়াল রাখা
পশু কোরবানির ক্ষেত্রে বিভিন্ন দিকগুলো খেয়াল রাখা উচিত যেন পরিবেশগত সমস্যা না
হয়। যেখানে সেখানে কোরবানির পশুর বর্জগুলো না ফেলে নির্দিষ্ট একটি যায়গাতে ফেলতে
পারেন। কেননা যেখানে সেখানে ফেললে মানুষের অসুবিধা সৃষ্টি হতে পারে। শহরগুলোতেই
সাধারণত পরিবেশগত সমস্যা হচ্ছে বড় সমস্যা কেননা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে
কোরবানি সময় পড়বে দূষণ যেন না হয় সে বিষয়ে লক্ষ রাখা উচিত।
কোরবানির মূল উদ্দেশ্যে কি?
কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে পশু কোরবানি করা।
কোরবানি হচ্ছে ত্যাগের ইবাদত কেননা আল্লাহর দেওয়া আমাদের সম্পদ ত্যাগ করার শিক্ষা
দিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন অতএব "তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ
পড় এবং কোরবানি করো" কোরবানি করার মাধ্যমে প্রতিটি মুসলমানের ইমানের পরিক্ষা হয়।
কোরবানি করা মাংস সকল ভেদাভেদ ভুলে ধনী গরীব সকলের মাঝে বিতরণ করা হয় যা সমাজে
ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলে।
কোরবানি সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর
৬ ভাগে কোরবানি দেওয়া যাবে কি?
- হ্যাঁ, আপনি ৬ ভাগে কোরবানি দিতে পারবেন।
কোরবানি কি ভাগে দেওয়া যায়?
- হ্যাঁ, আপনি কোরবানি ভাগে দিতে পারেন। তবে কোরবানির টাকা হালার হতে হবে।
ছাগল কয় ভাগে কুরবানি করা যায়?
- ছাগল একের অধিক ভাগে কোরবানি করা যায় না অর্থাৎ একজনকে কোরবানি করার বৈধতা রয়েছে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক উপরে উল্লেখিত আর্টিকেলটিতে ভাগে কোরবানি দেওয়ার নিয়ম, ভাগে কোরবানি
দেওয়া যাবে কিনা এবং কোরবানির পশু ক্রয় করার পূর্বে যে বিষয়গুলো দেখতে হবে
ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা যারা কোরবানির পশু সম্পর্কে যে যাবতীয়
তথ্যগুলো জানতে চেয়েছেন আশা করি এই পোস্টের মাধ্যমে জেনে উপকৃত হয়েছেন। এরকম
আরো তথ্য জানতে আমাদের ওযেবসাইটটি একটি ফলো করতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url