কোরবানীর পশুর বয়স কেমন হতে হয় ২০২৫ জেনে নিন
মুসলমানদের বড় উৎসব ঈদুল আযহাতে প্রায় সকল মুসলিম বিভিন্ন ধরণের পশু কোরবানি
করে থাকেন। কিন্তু কোরবানির পশুর বয়স কত হতে হয় সে সম্পর্কে অনেকেই জানেন না।
যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারেন।
প্রতিবছরে একবার ঈদুল আযহায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পশু কোরবানি করা
হয়। পশুগুলো বিভিন্ন ধরণের হতে পারে অর্থাৎ ছাগল, দুম্বা, উট, ভেড়া,মহিষ,গরু
ইত্যাদি। কিন্তু কোরবানির ক্ষেত্রে কোন পশুর কি রকম বয়স অর্থাৎ কোরবানীর পশুর বয়স
কেমন হতে হয় সে সম্পর্কে নিচে জেনে নিতে পুরো আর্টিকেলটি পড়তে পারেন।
পোস্ট সূচীপত্রঃ কোরবানীর পশুর বয়স ২০২৫ জানতে পড়ুন
- কোরবানীর পশুর বয়স কেমন হতে হবে ২০২৫
- কোরবানীর পশু হিসাবে গরুর বয়স
- কোরবানীর পশু হিসেবে ছাগলের বয়স
- কোরবানীর পশু হিসাবে ভেড়ার বয়স
- কোরবানীর পশু হিসাবে উটের বয়স
- কোরবানীর পশু হিসাবে দুম্বার বয়স
- কোরবানীর পশু হিসাবে মহিষের বয়স
- কোরবানীর পশুর বয়স নির্ধারণ করার গুরুত্ব
- কোরবানীর পশু যেভাবে যাচাই করতে পারেন
- পশু কোরবানীর ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন
- কোরবানীর গরুর দাঁতের ছবি
কোরবানীর পশুর বয়স কেমন হতে হবে ২০২৫
কোরবানীর পশুর বয়স কেমন হতে হবে সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি
শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি কোরবানীর পশুর বয়স সম্পর্কে
সহজেই জেনে নিতে পারবেন। প্রতিটি মুসলমানের কাছে ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্য
কোরবানী ঈদ হচ্ছে
অন্যতম একটি উৎসব। আল্লাহ তায়ালাকে সন্তুষ্টি করার জন্য ঈদুল আযহা কোরবানীর ঈদ
পালন করা হয়। কিন্তু পশু কোরবানীর ক্ষেত্রে পশু নির্বাচন এবং পশুর বয়স নির্ধারণ
করার জন্য ইসলামে কিছু নির্দিষ্ট বিধান রয়েছে। যা আজকের এই পোষ্টের মাধ্যমে
যাবতীয় বিষয়গুলো জেনে নিতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে কোরবানি পশুর বয়স
সম্পর্কে নিজে জেনে নেওয়া যাক।
কোরবানীর পশু হিসাবে গরুর বয়স
কোরবানির পশু হিসেবে গরু অন্যতম জনপ্রিয় একটি পশু। প্রতিটি মুসলমান ঈদুল আযহাতে
কোরবানী হিসাবে গরুকে অনেক পছন্দ করে থাকেন। কেননা গরু কোরবানী করা প্রতিটি
মুসললমানের কাছেই প্রচলিত একটি বিষয় এবং একটি গরু সাত জন মুসলমান একসঙ্গে
কোরবানি করতে পারেন। তবে আপনি বা আপনারা যারা যে গুরু টি কুরবানী দিতে চাচ্ছেন
তার বয়স অবশ্যই দুই বা তার বেশি হতে হবে।এছাড়াও পশু কোরবানীর ক্ষেত্রে আপনাকে
দেখতে হবে পশুটি সম্পূর্ণ সুস্থ কিংবা সবল রয়েছে কিনা।
কোরবানীর পশু হিসেবে ছাগলের বয়স
কোরবানীর পশু হিসাবে ছাগল আপনার কাছে খুবই সুবিধা জনক হতে পারে। কেননা দাম কম
হওয়ার ফলে একাই কোরবানী দেওয়া যায়, যার ফলে কোরবানীর পশু হিসেবে ছাগল উপযুক্ত
একটি পশু। ঈদুল আযহাতে আপনি যদি ছাগল কোরবানী দিতে চান সেক্ষেত্রে বয়স হতে হবে
এক বছর কিংবা তার বেশি। ছাগল সাধারণত আকারে অনেকটাই ছোট হয়ে থাকে এবং কোরবানীর
জন্য সবচেয়ে ভালো একটি পশু হতে পারে বিশেষ করে একেক ভাবে দেওয়ার জন্য।
কোরবানীর পশু হিসাবে ভেড়ার বয়স
কোরবানির পশু হিসেবে ভেড়া আপনার জন্য ছাগলের মতই এককভাবে কোরবানীর জন্য উপযুক্ত
হতে পারে। কোরবানীর ক্ষেত্রে ভেড়ার বয়সও হতে হবে ১ বছর। ভেড়ার মাংস ও সুস্বাদু
এবং জনপ্রিয় বলে কোরবানীর জন্য অনেকেই পছন্দ করে থাকেন। তাই আপনারা জারা এককভাবে
কোরবানী দিতে চাচ্ছেন সেক্ষেত্রে ভেড়া উপযুক্ত পশু হতে পারে।
কোরবানীর পশু হিসাবে উটের বয়স
কোরবানীর পশু হিসেবে উট বৃহত্তম এবং পরিচিত একটি পশু। আপনারা যদি কোরবানী করতে
চান সেক্ষেত্রে একসাথে ১০ জন মুসলমান উট কোরবানী করতে পারবেন। তবে আপনারা যদি উট
কোরবানী করতে চান সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর। উটের মাংস খেতে যেমন
সুস্বাদু এবং বড় পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য উপযোগী হতে পারে। আল্লাহকে
সন্তুষ্টি করার উদ্দেশ্যে আপনারা চাইলে উট কোরবানি করতে পারেন।
কোরবানীর পশু হিসাবে দুম্বার বয়স
কোরবানির পশু হিসেবে আপনি দুম্বা কোরবানি করতে পারেন। তবে দুম্বা কোরবানী হিনাবে
বাংলাদেশের প্রচলিত না থাকলেও মূলত মধ্য এশিয়া ও মধ্য প্রাচ্যর কিছু দেশগুলোতে
প্রচলিত রয়েছে। দুম্বা কোরবানীর ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে এক বছর কিংবা তার
বেশি। তবে দুম্বার বয়স কম হলেও যদি মোটাতাজা কিংবা পরিপক্ক হয় অর্থাৎ রোগা বা
দূর্বলতা না থাকে সেক্ষেত্রে ৬ মাস বয়সী দুম্বাও কোরবানীর জন্য গ্রহণযোগ্যতা পেতে
পারে।
কোরবানীর পশু হিসাবে মহিষের বয়স
আপনারা যারা কোরবানীর পশু হিসেবে মহিষ পছন্দ করেন সেক্ষেত্রে মহিষের বয়স হতে হবে
কমপক্ষে দুই বছর বা তার অধিক। গরুর মতই সাধারণত মহিষের বয়স দুই বছর পূর্ণ হলে
তবে কোরবানি করার জন্য উপযুক্ত হয়ে যায়। মহিষের গোশত খুবই জনপ্রিয় এবং
সুস্বাদু আপনারা যারা মহিষ পছন্দ করেন সেক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্টির জন্য মহিষ
কোরবানী করতে পারেন।
কোরবানীর পশুর বয়স নির্ধারণ করার গুরুত্ব
মুসলমানদের বড় উৎসব হচ্ছে ঈদুল আযহা অর্থাৎ কোরবানীর ঈদ। আর তাই কোরবানী করার
জন্য পশু নির্ধারণ করা হয়। কিন্তু কোরবানীর পশুর বয়স নির্ধারণে ইসলামে কিছু
নির্দেশনা রয়েছে। বিশেষ করে এর পিছনে রয়েছে ধর্মীয় নির্দেশনা এবং স্বাস্থ্যকর ও
সামাজিক নানান ধরণের গুরুত্ব। কোরবানী করার জন্য পশুর বয়স নির্ধারণ করে আল্লাহ
তায়ালার নির্দেশনা
পালন করা হয়ে থাকে। এটি হতে পারে মহান আল্লাহতালার প্রতি আনুগত্য কিংবা ভক্তির
প্রকাশ। কোরবানী করার জন্য আপনি যদি সঠিক বয়সের পশু কোরবানি করতে পারেন তাহলে
মানুষের স্বাস্থ্যকর ও নিরাপদ হতে পারে। কেননা অল্প বয়সের পশুগুলো কোরবানী করলে
মাংস পুষ্টিহীন ও কম মানসম্মত হতে পারে।
কোরবানীর পশু যেভাবে যাচাই করতে পারেন
পশু কিভাবে যাচাই করবেন সেই সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে
খুঁজাখুঁজি করে থাকেন।আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা
করি কোরবানীর পশুর বয়স কিভাবে যাচাই করবেন সে সম্পর্কে জেনে নিতে পারেন। চলুন
তাহলে আর দেরি না করে কোরবানি পশুর যাচাই সম্পর্কে নিচে জেনে নেই।
- পশুর বয়স নির্ধারণের সাথে সাথে দাঁতের সংখ্যা জানাটাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ যদি বলা যায়, তবে এক বছরে গরুর দুটি স্থায়ী দাঁত বের হয় দুই বছরের মাথায় গরুর চারটি দাঁত বের হয়।
- পশুর বয়স অনুযায়ী সাধারণত পশুর আকার ও ওজন পরবর্তীতে হয়ে থাকে। অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যারা কোরবানীর জন্য পশুর আকার ও ওজন দেখে সহজেই বয়স নির্ধারণ করতে পারে।
- পশুর বয়স কেমন হতে পারে সেটা সাধারণত পশুর আচার-আচরণের সহায়তা করে। উদাহরণস্বরূপ যদি বলা যায় অল্পবয়সী পশু সাধারণত বেশি চঞ্চল প্রকৃতির হয়ে থাকে।
- কোরবানীর পশু কিনতে যে বিষয়গুলো জানা জরুরী
- কোরবানির পশুর বয়স নির্ধারণ করার জন্য প্র্যাকটিক্যাল পরামর্শ অনুসরণ করে নিতে পারেন।
- পশুটি আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে কিনতে পারেন যে আপনাকে সঠিক তথ্য দিতে পারে।
- পশু ক্রয়ের সময় পশুর দাঁত আকার ও ওজন যাচাই করে নেয়া উচিত।
- পশু ক্রয়ের সময় প্রয়োজনে অভিজ্ঞ ও প্রশিক্ষিত ব্যক্তির সহযোগিতা নিতে পারেন।
পশু কোরবানীর ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন
পশু কোরবানীর ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি মাথায় রাখতে
পারেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে চলুন কি কি বিষয়গুলো মাথায় রাখা জরুরী সে
সম্পর্কে নিচে জেনে নেই।
- পশু কোরবানী আপনার উপর ওয়াজিব কিনা?
- কোরবানীর পশু আপনি হালাল ভাবে আয়কৃত অর্থ দিয়ে ক্রয় করছেন কিনা।
- পশু কোরবানী করার জন্য আপনার নিয়ত হতে হবে আল্লাহর রাজি খুশি করার জন্য।
- কোন কোন পশুগুলো কোরবানীন জন্য উপযুক্ত সেগুলো জানা প্রয়োজন।
- কোরবানীর পশুর বয়সটা জানা জরুরী।
- কোরবানীর পশুর শিং এর দিকে খেয়াল করা উচিত।
- কোরবানীর পশুটি সুস্থ আছে কিনা সে সম্পর্কে জানা উচিত
- মোটা গরু মানেই ভালো গরু নয় বিষয়গুলো জানা উচিত।
- গর্ভবতী গাভী কোরবানীর জন্য উপযুক্ত নয়।
- পশুর লেজ,চোখ, শিংয়ের দিকে লক্ষ্য করা উচিত।
- পশু জবেহ করার পর মাংস বিতরণে আপনাকে সতর্ক থাকা উচিত।
কোরবানীর গরুর দাঁতের ছবি
কোরবানীর গরুর দাঁতের ছবি অনেকেই দেখার আগ্রহ প্রকাশ করেন যা এই পোস্টের মাধ্যমে
নিচে জেনে নিতে পারেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আপনারা জানেন কোরবানীর ঈদে আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু কোরবানি
করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কোরবানির পশুর বয়স সম্পর্কে জানাটা আপনাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ যা ইতিমধ্য আমরা উপরে আলোচনা করেছি। আশা করি আপনারা যারা পশু
কোরবানি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url