স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত ২০২৫

স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম কত সে সম্পর্কে অনেকেই জানতে চান কিন্তু সঠিক তথ্যটি খুঁজে পান না। তাহলে এই আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য। আজকের এই পোস্টের মাধ্যমে স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন।
স্যামস্যাং 32 ইঞ্চি টিভি হতে পারে আপনার ধারণার চেয়েও অত্যাধিক স্মার্ট। কেননা স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। চলুন তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নেই স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম কত এবং সুবিধা গুলো কি কি সে সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত ২০২৫ জানতে পড়ুন

স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভি সম্পর্কে কিছু তথ্য জানুন

স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি অন্যান্য যে সাইজগুলো রয়েছে তার থেকে অনেকটা সস্তা হয়ে থাকে। আপনারা অবশ্যই ভাবছেন কম দামে ভালো টিভি কেনার কথা সেক্ষেত্রে স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি আপনার জন্য বেটার হতে পারে। তবে আপনি যদি 4k টিভিগুলো খুঁজে থাকেন সেক্ষেত্রে সেগুলোকে এই ৩২ ইঞ্চি সাইজে খুজে পাবেন না। এর কারণ হচ্ছে ৩২ ইঞ্চি 

স্মার্ট টিভিতে আপনি সে সমস্ত অতিরিক্ত পিক্সেলের সুবিধা গুলো পাবেন না। আপনি যদি 4k সুবিধাসহ টিভিগুলো পেতে চান সেক্ষেত্রে ৪০ ইঞ্চি টিভি গুলো কিনতে হবে। তবে মাথায় রাখতে হবে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে গেলে আপনার খরচের পরিমাণ বেশি পড়বে। কিন্তু স্যামসাং ৩২ ইঞ্চি টিভিতে অন্যান্য ব্যয়বহুল মডেলের তুলনায় অনেকটাই সস্তায় এবং 

পারফরম্যান্সো খুব ভালো। বড় সািজের অনেকগুলো টিভি রয়েছে সেগুলো সাউন্ড কোয়ালিটি অনেক সময় খারাপ হয়। আপনি যদি সে হিসাবে স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কিনেন তাহলে অনেক ভালো সার্ভিস দিতে পারে। আপনি কি সাইজের টেভি কিনবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। ফ্রি টাকা ইনকাম apps জানুন।

স্যামস্যাং টিভি প্রাইজ ইন বাংলাদেশ ২০২৫

আপনি যদি বাংলাদেশের স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কেনার কথা চিন্তা করেন বা খুঁজে থাকেন তাহলে সেটা দেখার জন্য দারাজ একটি দুর্দান্ত জায়গা হতে পারে। দারাজ প্লাটফর্মে আপনি সকল আধুনিক মডেলগুলো পাবেন। samsung 32 ইঞ্চি স্মার্ট টিভি ক্রয় করলে আপনি ১২ মাস পর্যন্ত কিস্তি সহ দুর্দান্ত সার্ভিস নিতে পারবেন। চলুন তাহলে স্যামসাং 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম নিচে যেনে নেওয়া যাক।

  • স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভি Wifi HD TV 32T4400 অফিসিয়াল ওয়ারেন্টিসহ এর দাম হচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকা।
  • স্যামস্যাং N4010 32 ইঞ্চি HD LED TV কালো এর দাম হচ্ছে ১৬ হাজার ৩০০ টাকা।
  • স্যামস্যাং 32 ইঞ্চি UA32T4500AR স্মার্ট Wifi TV ভয়েস কন্ট্রোল HD LED TV দাম হচ্ছে ৩২ হাজার ৯০০ টাকা।
  • স্যামস্যাং 32 ইঞ্চি UA 32T4500AR স্মার্ট Wifi TV, ভয়েস কন্ট্রোল HD LED TV দাম হচ্ছে ৩১ হাজার ৯০০ টাকা।
  • স্যামস্যাং 32 ইঞ্চি UA32N4010 4-সিরিজ LED HD TV কালো এর দাম হচ্ছে ১৭ হাজার টাকা।
  • স্যামস্যাং 32 ইঞ্চি UA32T4700AR smart Wifi TV voice control HD LED TV দাম হচ্ছে ৩৩ হাজার ৯০০ টাকা।
  • স্যামস্যাং স্মার্ট HD TV 32 ইঞ্চি মডেল হচ্ছে UA32T4400ARSFS দাম ২৫ হাজার ৮০০ টাকা।
  • স্যামস্যাং 32T4700 32 ইঞ্চি স্মার্ট LED TV দাম হচ্ছে ২৮ হাজার ৫০০ টাকা।
  • স্যামস্যাং স্মার্ট LED TV 32 ইঞ্চি মডেল 32T4400 দাম হচ্ছে ২৫ হাজার টাকা।
বিদ্রঃ সময়ের সাথে সাথে রেট পরিবর্তন হতে পারে।

স্যামস্যাং The Frame 32 ইঞ্চি

ছোট ছোট টিভিগুলো সাধারণত স্টাইলিশ হতে পারে তা প্রমাণ করে স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির মধ্যে বাছাই করা The Frame 32 TV. এটি সংস্করণ হয়েছে ২০২১ সালে। এই পণ্যটি কাস্টমাইজযোগ্য হতে পারে কেননা এটি দেয়ালে ঝুলানোর জন্য খুবই ভালো কাজ করে এবং আর্ট হিসাবে ভালো মোডে থাকে। আপনি যদি টেলিভিশন নাও চালান তারপরেও স্ক্রিনে সুন্দর দৃশ্য চালু থাকে যা ঘরের সুন্দর্য আরো বাড়িয়ে তুলতে সাহায্য করে।

  • স্কিনের সাইজ হচ্ছে ৩২ ইঞ্চি
  • Resolution Full HD(1080p)
  • প্যানেলের ধরণ হচ্ছে LED LCD
  • Smart TV Android
Samsung the frame TV এর আগেও সংস্করণ হয়েছে তবে সর্বশেষ ২০২১ সালের সংস্করণটি খুব ভালো মানের। Samsung the frame বড় আকারের টিভিতে সাধারণত QLED স্কিন 4k Resolution তবে ৩২ ইঞ্চি মডেলটি HDR সহ ফুল HD তে পাবেন। samsung ৩২ ইঞ্চি টিভিতে সুন্দর কালার পাবেন এবং samsung একটি ডুয়াল LED ব্যাকলাইট সিস্টেম ব্যবহার করে দুটি রঙের তাপমাত্রাকে একত্রিত করে যাতে কন্ট্রাস্টার সমান এবং সুন্দর হয়ে থাকে। samsung টিভির চমৎকার হয়েছে ওয়ান কানেক্ট বক্স রয়েছে।

স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভির সুবিধাগুলো কি কি?

স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির সুবিধার কথা বলতে গেলে প্রথমেই বলতেই হবে একটি টিভির সাইজই সবকিছু নয়, কেননা স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি তার প্রমান করে। স্যামসাং ৩২ ইঞ্চি টিভি 720 পিক্সেল কিংবা 1080 পিক্সেলের ছবির গুণগত মান অনেক ভালো রাখে। এর মানে হচ্ছে একটি বড় অর্থাৎ 4k আছে এমন টিভিতে দূর্বল অ্যাপলিংকের ফলে ছবি অস্পষ্ট হওয়ার ঝুকি কম থাকে। তবে কিছু কিছু টিভি তে HDR কম সুবিধা পেতে পারেন।

samsung ৩২ ইঞ্চি টিভি ছোট সাইজের মানে হচ্ছে এটি আপনি খুব সহজেই বহন করতে পারবেন। এটা আপনার জন্য বড় সুবিধা হতে পারে। ধরুন আপনি ৩২ ইঞ্চি টিভি একটি বাড়ি থেকে অন্য একটি বাড়িতে সরাতে চাচ্ছেন সেক্ষেত্রে ৩২ ইঞ্চি টিভি তুলনায় 4k বড় টিভি সরানো অনেক কঠিন হয়ে যায় এবং ক্ষতির সম্ভাবনা থাকে। ভিডিও দেখে টাকা ইনকাম Real পেমেন্ট বিকাশে জেনে নিন।

স্যামস্যাং 32 ইঞ্চি স্মার্ট টিভি কিনতে কি খুঁজবেন

আপনি যদি একটি স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে চান সেক্ষেত্রে সেই টিভিতে কি কি দেখে নিবেন কেনার আগে সেগুলো আজকের এই পোস্টের মাধ্যমে দেখে নিতে পারেন।আপনি যদি একটটি স্যামসাং ৩২ ইঞ্চি টিভি কিনতে চান সেক্ষেত্রে শুধুমাত্র দাম নয় বরং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে Resolution যা অনেকগুলি 

ডট পিক্সেল স্ক্রিন দিয়ে তৈরি। একটি বিষয় মাথায় রাখতে হবে যত বেশি ডট থাকবে তত ছবি বেশি ভালো হবে।স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির আকার আপনি HD কিংবা ফুল HD মডেলগুলো দেখতে পাবেন। HD Resolution হচ্ছে একটি DVD ডিস্কের মত আর সেজন্য স্কিনের উপর থেকে নিচে 720 পিক্সেল রয়েছে। Full HD তে 1080 পিক্সের রয়েছে। এর মানে হচ্ছে 

আপনি যদি টিভির কাছাকাছিও বসে থাকেন সেক্ষেত্রে চোখের তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। samsung ৩২ ইঞ্চি টিভি সিনেমা এবং গেমিংয়ের জন্য খুবই দুর্দান্ত একটি টিভি। আপনি যদি স্যামসাং ৩২ ইঞ্চি টিভি কিনতে চান সেক্ষেত্রে এগুলো দেখে নিতে পারেন কেননা অন্যান্য ব্র্যান্ডের পণ্যগুলোতে এসব সুবিধা নাও পেতে পারেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করার ১০টি উপায় জানুন।  

লেখকের শেষ মন্তব্য

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনারা স্যামস্যাং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম কত সে সম্পর্কে সহজেই জেনে নিতে পারলেন। স্যামস্যাং ৩২ ইঞ্চি টিভি আপনার বিনোদন কে বড় পর্যায়ে নিয়ে যেতে পারে। এছাড়াও টিভি দেখতে যেমন সুন্দর তেমন ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তোলে। স্যামস্যাং ৩২ ৩২ ইঞ্চি টিভির গুণগত মান, কালারের সংমিশ্রণে টিভি দেখার উপরে আপনার কোনো ধরণের বিরক্ত আসার সম্ভাবনা থাকবে না। আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করে দিতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url