টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৫
টিকটক থেকে টাকা উপার্জন করা যায় সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ ধারণা রাখেন
না। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি টিকটক থেকে কিভাবে ১০টি উপায়ে টাকা ইনকাম
করবেন সে সম্পর্কে নিচে জেনে নিতে পারবেন।
টিকটক থেকে ইনকাম করার একাধিক উপায় রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই জানে না।
আজকের এই পোস্টটির মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে পুরো
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকারের নিচে পড়তে পারেন।
পোস্ট সূচীপত্রঃ টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৫ জানতে পড়ুন
- টিকটক কি?
- টিকটক অ্যাপ ডাউনলোড
- টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৫
- টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
- টিকটক থেকে টাকা ইনকাম 2025
- ১.টিকটক থেকে গিফটের মাধ্যমে ইনকাম
- ২.টিকটক মনিটাইজেশন করে ইনকাম
- ৩.টিকটক এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম
- ৪.টিকটকে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম
- ৫.টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম
- ৬.টিকটক থেকে ট্রাফিক ট্রান্সফার করে ইনকাম
- ৭.টিকটক সেলিব্রেটি হিসাবে ইনকাম
- ৮.টিকটক ফান্ড সংগ্রহ করে ইনকাম
- ৯. টিকটকে প্রোডাক্ট রিভিউ করে ইনকাম
- ১০.টিকটকে ব্রান্ড পার্টনারশিপ করে ইনকাম
- টিকটক কত ভিউতে কত টাকা?
- টিকটক থেকে কি টাকা ইনকাম করা যায়?
- টিকটক দিয়ে কত দিন ইনকাম করা যায়
- টিকটক ক্রিয়েটর ফান্ড কত টাকা দেয়
- টিকটক থেকে কত দ্রুত আয় করা যায়
টিকটক কি?
টিকটক হচ্ছে শর্ট ভিডিও আপলোডিং এবং শেয়ারিং প্ল্যাটফর্ম কিংবা সামাজিক যোগাযোগ
নেটওয়ার্ক। টিকটক চীনের দৌয়িন নামে পরিচিত এবং এটি সর্বপ্রথম ২০১৬ সালে
চালু হয়েছিল। টিকটকের সদর দপ্তর বা গ্লোবাল হেট কোয়ার্টার লস এঞ্জেলেস
সিঙ্গাপুরে অবস্থিত যে সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। টিকটকের প্রতিষ্ঠাতা
হচ্ছেন ঝাং ইয়েমিং। টিকটক বর্তমান বিশ্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বা নিজেকে
প্রতিষ্ঠিত করেছে। টিকটক ২০১৮ সালে ১৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায়
পৌঁছেছে। বর্তমানে টিকটক মাসিক ব্যবহারির সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন।
টিকটক অ্যাপ ডাউনলোড
টিকটক অ্যাপ ডাউনলোড আপনি খুব সহজেই প্লে-স্টোর থেকে করতে পারবেন। গুগল
প্লে-স্টোর থেকে টিকটক অ্যাপ ডাউনলোড করতে প্রথমেই আপনাকে স্মার্টফোনের ইন্টারনেট
সংযোগ কে চালু করতে হবে। এরপর আপনার মোবাইল ফোন থেকে প্লে-স্টোর অ্যাপটি ওপেন
করতে হবে এবং সার্চ করে Tiktok লিখে সার্চ করতে হবে। এরপর আপনি সবার প্রথমে
tiktok অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এবং ইনস্টল বাটনে ক্লিক করলে ডাউনলোড করে নিতে
পারবেন।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৫
টিকটক থেকে টাকা ইনকামের উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত পড়লে, আশা করি কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে
জেনে নিতে পারবেন। টিকটক থেকে টাকা ইনকামের একাধিক উপায় রয়েছে সেই
উপায়গুলো
সম্পর্কে জানলে আপনিও উপার্জন করতে পারবেন। তবে অবশ্যই টিকটকের যে নিয়মগুলো
রয়েছে সেগুলো সে বিষয়গুলো আপনাকে জানতে হবে, যা এই পোষ্টের মাধ্যমে সহজেই জেনে
নিতে পারবেন। টিকটক থেকে ইনকাম করা যায় এ সম্পর্কে অনেকেই বিশ্বাস করতে চান না।
আবার অনেকেই রয়েছে যারা টিকটক থেকে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে
জানার
আগ্রহ প্রকাশ করেন। টিকটক থেকে ইনকামের ক্ষেত্রে আপনি যদি কিছু স্ট্রিক অবলম্বন
করতে পারেন তাহলে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন
টিকটক থেকে টাকা ইনকামের উপায় সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে অনেকেই ইন্টানেটে বিভিন্ন
মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন।টিকটক থেকে ইনকামের জন্য অবশ্যই আপনার একটি টিকটক
একাউন্ট থাকতে হবে। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নিজের বিনোদনের জন্য tiktok
ব্যবহার করে থাকেন। বিনোদনের পাশাপাশি আপনি টাকা ইনকাম করতে পারবেন সহজ কিছু
উপায় চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের টিকটক থেকে ইনকাম করার দশটি উপায়
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- টিকটক গিফটের মাধ্যমে
- টিকটক মনিটাইজেশনের মাধ্যমে
- টিকটক প্রোডাক্ট সেলের মাধ্যমে
- টিকটক অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
- টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়ে
- tiktok থেকে অন্যান্য অফ প্লাটফর্মে ট্রাফিক ট্রান্সফার করে
- টিকটক সেলিব্রিটি হিসাবে
- tiktok ফান্ড সংগ্রহ করে
- প্রোডাক্ট রিভিউ এর মাধ্যমে
- ব্র্যান্ড পার্টনারশিপের মাধ্যমে
টিকটক থেকে টাকা ইনকাম 2025
টিকটক থেকেই আপনি বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পারবেন। একটি ফ্রি টিকটক
একাউন্ট খুলে খুব সহজেই সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। টিকটক
থেকে ইনকাম করার ক্ষেত্রে কোন প্রকার ইনভেস্ট এর প্রয়োজন হয় না। কেননা ফ্রিতে
একাউন্ট খুলে এখান থেকে সহজে ইনকাম করা যায়। টিকটক থেকে ইনকাম করার জন্য ১০টি
সেরা উপায় উল্লেখ করে দেওয়া হচ্ছে।
১.টিকটক থেকে গিফটের মাধ্যমে ইনকাম
টিকটক থেকে আপনি গিফটের মাধ্যমে সহজে ইনকাম করতে পারবেন টিকটক থেকে সর্বপ্রথম
ইনকামের উপায় হচ্ছে গিফটের মাধ্যমে। আপনি যদি টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করেন
সেক্ষেত্রে ফলোয় সংখ্যা বৃদ্ধি পাবে আর এভাবে অধিক ফলোয়ার হলে আপনি গিফট হিসাবে
কয়েন পাবেন। সেই কয়েন গুলো আপনার tiktok একাউন্টে জমা হবে একাউন্টে নির্দিষ্ট
কিছু কয়েনের দাম বাংলাদেশি টাকায় উল্লেখ করা হয়েছে। আপনার একাউন্টে জমাকৃত
কয়েন গুলো সহজেই বিক্রি করতে পারবেন।
২.টিকটক মনিটাইজেশন করে ইনকাম
টিকটক মনিটাইজেশন করে আপনি সহজেি ইনকাম করতে পারবেন। এর আগে টিকটকে মনিটাইজেশন
ছিল না কিন্তু পরবর্তীতে যোগ করা হয়েছে। এই অফশনটির মাধ্যমে সহজেই
ফেসবুক,ইউটিউবের মতো মনিটাইজেশন চালু করে ইনকাম করতে পারবেন। টিকটকে মনিটাইজেশন
চালু করার জন্য আপনার একাউন্টের বয়স হতে হবে সর্বনিম্ন প্রায় ৩০ দিন। ক্ষেত্রে
একাউন্ট ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ এর মধ্যে হতে হবে এবং আপনার একাউন্টে ১০
হাজার ফলোয়ার থাকতে হবে। এছাড়াও আপনার ভিডিওর ভিউ সংখ্যা হতে হবে ১ লক্ষ লাস্ট
৩০ দিনের মধ্যে।
৩.টিকটক এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম
টিকটকে আপনার যদি অধিক সংখ্যাক ফলোযার থাকে তাহলে এফিলিয়েট মার্কেটিং মাধ্যমেই
সহজে ইনকাম করতে পারবেন। অনেক ধরণের এফিলিয়েট কোম্পানি রয়েছে যেগুলো পোডাক্ট
বিক্রির মাধ্যমে কমিশন দেয়। আপনি সেই প্রোডাক্ট গুলো আপনার ফলোয়ারের কাছে
বিক্রি করে কিংবা রেফার লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন।
৪.টিকটকে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম
টিকটকে প্রোডাক্ট বিক্রি করে সহজেই টাকা ইনকাম করতে পারবেন।সেক্ষেত্রে অবশ্যই
আপনাকে ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ফলোয়ারদের কাছে প্রডাক্ট বিক্রির
মাধ্যমে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। আপনি যদি পরিচিত সেলিব্রেটি হয়ে যান
তাহলে নিয়মিত ভিডিও আপলোড করার ফলে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। আর সেই
ফলোয়ারগুলোকে আপনি কনভেন্স করতে পারেন তাহলে প্রোডাক্ট ফেল করে সহজে ইনকাম করতে
পারবেন।
৫.টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম
টিকটকে নিজের বিজ্ঞাপন দেখিয়েও আপনি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। ধরুন
আপনার বিজনেস কিংবা ওয়েবসাইট বা পেজ রয়েছে সেক্ষেত্রে আপনার বিজনেস বা
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখিয়ে আপনার ফলোয়ার্সদের কাছ থেকে ইনকাম করতে পারবেন।
৬.টিকটক থেকে ট্রাফিক ট্রান্সফার করে ইনকাম
ট্রাফিক ট্রান্সফার করে ইনকাম অর্থাৎ আপনার একটি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল
বা ওযেবসাইট রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি ফলোয়ার্সদের উল্লেখিত একাউন্ট গুলো
সম্পর্কে জানাতে পারেন তাহলে সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
কেননা আপনার ভিডিওটি দেখার মাধ্যমেই তারা সেই মাধ্যমগুলোতে প্রবেশ করবে যার ফল
ইনকাম হবে।
৭.টিকটক সেলিব্রেটি হিসাবে ইনকাম
আপনি যদি সেলিব্রেটি হন তাহলে বিভিন্ন কোম্পানি কিংবা প্রতিষ্ঠান আপনাকে তাদের
প্রচারের জন্য অফার করবে। ৮০ প্রচারণা গুলো যদি আপনার একাউন্টে অর্থাৎ সোশ্যাল
মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেন তাহলে সেখান থেকে আয় করতে পারবেন।
৮.টিকটক ফান্ড সংগ্রহ করে ইনকাম
টিকটকে আপনার যদি অধিক সংখ্যাক ফলোয়ার থাকে তাহলে সেখান থেকে ফান্ড সংগ্রহ করে
ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি অসহায় কি বা দরিদ্রদের সহযোগিতা
করছেন সেক্ষেত্রে একটি ভিডিও tiktok একাউন্ট দিয়ে আপলোড করেছেন। এই ভিডিও গুলো
দেখে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তিরা ফান্ড পাঠাবে। সংগ্রহ করে এই অথবা আপনি
দরিদ্রদের মাঝে সাহায্য করতে পারবেন এভাবে আপনি ফান্ড সংগ্রহ করে টাকা ইনকাম করতে
পারবেন।
৯. টিকটকে প্রোডাক্ট রিভিউ করে ইনকাম
টিকটকে আপনি যদি পরিচিত মুখ হন সেক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ এর মাধ্যমে আয় করতে
পারবেন। প্রোডাক্টের বিভিন্ন গুণ, উপকারিতা এবং দাম সম্পর্কে ভিডিও তৈরি করে
সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে ভালো একটি কমিশন পেতে পারেন। টিকটকে
ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট এর পরিচিতি ও বিক্রয় বৃদ্ধি পাবে।
১০.টিকটকে ব্রান্ড পার্টনারশিপ করে ইনকাম
আপনার যদি কোন কোম্পানি থাকে কিংবা আপনি পার্টনারশিপ অথবা কোন একটি ব্রান্ড তৈরি
করে সেটা প্রচার প্রচারণা করতে পারেন আপনার টিকটক একাউন্টে। ফলে আপনার ব্রান্ডের
প্রচারণা বৃদ্ধি পেলে প্রোডাক্ট বিক্রয় বেশি হবে যার ফলে সেখান থেকে ভালো পরিমাণ
টাকা ইনকাম করতে পারবেন।
টিকটক কত ভিউতে কত টাকা?
টিকটকে কত ভিউ হলো মূলত তার উপরে টাকা দেওয়া হয় না। টিকটক থেকে টাকা ইনকামের
কিছু নিয়মকানুন রয়েছে এর উপর ভিত্তি করে ভিডিও ক্রিয়েটরকে টাকা প্রদান করা হয়।
টিকটকে আপনার ভিডিওটি কত সেকেন্ডের এবং আপনার ভিডিওটি কোন দেশের ব্যক্তিদের বেশি
দেখছে তার উপর টাকা নির্ধারিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে
আপনার
বাংলাদেশি ফ্যান যদি এক মিলিয়ন ভিউ করে সেক্ষেত্রে ১০ থেকে ১৫ $ ইনকাম করতে
পারবেন। অপরদিকে আমেরিকান ব্যক্তিরা যদি আপনার ভিডিওতে এক মিলিয়ন ভিউ করে
সেক্ষেত্রে ৫০ থেকে ৮০$ সহজেই ইনকাম করতে পারবেন। কেননা দেশ ভেদে রিভিনিউ এর
মাত্রা কম বেশি হয়ে থাকে। তাই টিকটক থেকে কত টাকা দেওয়া হয় এটা কখনো সঠিকভাবে
বলা সম্ভব নয়।
টিকটক থেকে কি টাকা ইনকাম করা যায়?
টিকটক থেকে কি টাকা ইনকাম করা যায় এমন জিজ্ঞেসা প্রায় অধিকাংশ মানুষ করে থাকেন।
এই প্রশ্নটির উত্তর সহজেই বলতে গেলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। টিকটক থেকে
আপনি একাধিক উপায়ে ইনকাম করতে পারবেন এর জন্য প্রয়োজন আপনার অধিক ফলোয়ার
সংখ্যার একটি একাউন্ট। তাহলে সেখান থেকে আপনি নির্দ্বিধায় ভালো পরিমাণ টাকা
উপার্জন করতে পারবেন।
টিকটক দিয়ে কত দিন ইনকাম করা যায়
tiktok দিয়ে আমি সারাজীবন ইনকাম করতে পারবেন অর্থাৎ যতদিন টিকটক কোম্পানি রয়েছে
ততদিন আপনি টাকা উপার্জন করতে পারবেন। টিকটকে মূলত বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয়ে
থাকে যার ফলে বিজ্ঞাপন থেকে ভিডিও দাতাকে অর্থ প্রদান করে থাকে। তাই বলাই যায়
যতদিন টিক টক কোম্পানির রয়েছে ততদিন আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
টিকটক ক্রিয়েটর ফান্ড কত টাকা দেয়
টিকটক থেকে দেওয়া তথ্য অনুযায়ী একজন টিকটক একাউন্ট নির্মাতা টিকটক ক্রিয়েটর
ফান্ড থেকে প্রতি ভিউয়ের জন্য ০.০২ থেকে ০.০৪ ইনকাম করতে পারেন। তবে দেশ ভেদে এই
ইনকামের মাত্রা ভিন্ন হতে পারে। এছাড়াও টিকটকে লাইক, ফলোয়ার, শেয়ারের উপর
ভিত্তি করে টাকার পরিমাণ কম বেশি হতে পারে।
টিকটক থেকে কত দ্রুত আয় করা যায়
টিকটক থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে উপায়ে
টাকা ইনকাম করতে চাচ্ছেন সে উপায়টির নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। সেই
নিযমগুলো আপনি যত দ্রুত পূরণ করতে পারবেন তত টিকটক থেকে তত দ্রুত ইনকাম করতে
পারবেন। উদাহরণস্বরূপ যদি বলা যায়, সেক্ষেত্রে আপনি যদি মনিটাইজ এর মাধ্যমে টাকা
ইনকাম করতে চান সেক্ষেত্রে মনিটাইজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। একথা বলাই
যায় আপনি টিকটক থেকে খুব দ্রুত সময়ে টাকা আয় করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
উপরে উল্লেখিত আজকের এই আর্টিকেলটির মাধ্যমেই আপনারা সহজেই জানতে পারলেন যে,
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় এবং কিভাবে টিকটক থেকে ইনকাম করা যায় ইত্যাদি
সম্পর্কে। আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে কি কি মাধ্যমগুলো দিয়ে টাকা ইনকাম
করতে পারবেন। টিকটক থেকেই আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন আশা করি আজকের
আর্টিকেলটি পড়ে উপকৃত হযেছেন। এরকম আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে
পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url