সেলফিন একাউন্ট খোলার নিয়ম ২০২৫
সেলফিন একাউন্ট অনেকেই খুলতে চান কিন্তু কিভাবে খুলবেন তার নিয়ম জানেন না।
সেলফিন হচ্ছে মূলত ইসলামী ব্যাংক বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সিস্টেম। তাহলে চলুন
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সেলফিন একাউন্ট খোলার নিয়ম জেনে নেওয়া যাক।
সেলফিনএকাউন্টের মাধ্যমে আপনি নগদ,বিকাশের মতো লেনদেন করতে পারবেন। কিন্তু কিভাবে
সেলফিন বুঝতে খুলবেন বুঝতে পারছেন না? চলুন তাহলে নিচে সেলফিন একাউন্ট খোলার
নিয়ম জেনে নেওয়া যাক।
পোস্ট সূচীপত্রঃ সেলফিন একাউন্ট খোলার নিয়ম ২০২৫ জানতে পড়ুন
সেলফিন একাউন্ট খোলার নিয়ম ২০২৫
সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে
জেনে নিতে পারবেন সেলফিন একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে। সেলফিন একাউন্ট খোলার
জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। এরপর প্লে-স্টরে
যদি Celfin লিখে সার্চ করেন তাহলে খুব সহজেই app টি ডাউনলোড হয়ে
যাবে। তারপর app টি ওপেন করে আপনার সচল মোবাইল নাম্বারটি দিয়ে ভিরিফাই করে
নিতে হবে। এরপর আপনি একটি পিন সেটআপ করে জাতীয় পরিচয়পত্র কার্ডের সামনের এবং
পিছনের দিকের ছবি তুলে সাবমিট করে সেলফিন একাউন্ট খুলতে হবে। সেলফিন
একাউন্টটি
যদি খোলা হয়ে যায় তারপর ইসলামী ব্যাংকের একাউন্ট যোগ করে সহজেই লেনদেন করতে
পারবেন। এমনকি বিকাশ নগদের মত মোবাইল ব্যাংকিং লেনদেন করতে পারবেন। হাউজ লোন কিভাবে পাব জেনে নিন।
সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগে
সেলফিন একাউন্ট খুলতে অবশ্যই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আপনি
যদি ঘরে বসেই সেলফিন একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে নিচে উল্লেখিত ডকুমেন্টস ছবি
তুলে সাবমিট করতে হবে। আপনার সেলফিন একাউন্টটি রেজিস্টার করতে যা যা লাগবে সেগুলো
নিচে আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে। সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক জানুন।
- আপনাদের একটি সচল মোবাইল নাম্বার
- জাতীয় পরিচয় পত্র
- একটি স্মার্টফোন
- এবং ইন্টারনেট কানেকশন
আপনি যদি একটি সেলফিন একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে স্মার্টফোনের পাশাপাশি
ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। বিশেষ করে একটি সচল মোবাইল নাম্বারও
প্রয়োজন পড়বে। কেননা সেলফিন একাউন্ট করার জন্য ফোন নাম্বার ব্যবহার করেই
সাধারণত লেনদেন করতে হবে।
বিদেশ থেকে সেলফিন একাউন্ট খোলার নিয়ম জানুন
বিদেশ থেকে আপনি যদি সেলফিন একাউন্ট করতে চান সেক্ষেত্রে সেলফিল অ্যাপটি ওপেন
করতে হবে। এরপর আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করে Abroad অপশনটিতে সিলেক্ট করতে
হবে। এরপর আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট যাবতীয় তথ্য গুলো চাওয়া হয়
সেগুলো প্রদান করে সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
এছাড়াও আপনি যদি চান তবে ইসলামী ব্যাংক একাউন্ট ব্যবহার করেও সেলফিন একাউন্ট খুব
সহজেই খুলতে পারবেন। ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা জেনে নিন।
সেলফিন একাউন্টের সুবিধা জানুন
সেলফিন একাউন্ট থাকার ফলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সেলফিন একাউন্ট
ব্যবহারের ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধা গুলো পেতে পারেন। চলুন কি কি
সুবিধা গুলো পেতে পারেন নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে একাউন্টে নিয়ন্ত্রণ করার সুবিধা।
- আপনার একাউন্টের ব্যালেন্স, স্টেটমেন্ট ইত্যাদি যাবতীয় বিষয়গুলো দেখার সুযোগ।
- সেলফিনে আপনি ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন
- টিকিট ক্রয়
- মোবাইল টপআপ
- বিল পে করতে পারবেন
- রেমিটেন্স রিসিভ করতে পারবেন
- বিভিন্ন অফার পেতে পারেন
সেলফিন একাউন্ট কি ডিলেট করা যায়?
সেলফিন একাউন্ট কি ডিলেট করা যায় সে সম্পর্কে অনেকেই জানতে চান। সেলফিন একাউন্ট
ডিলেট করা যায় না, তবে আপনার প্রয়োজনে সাময়িক সময়ের জন্য সেলফিন একাউন্টটি
ডিএকটিভ করে রাখতে পারেন।
সেলফিন অ্যাপে কি চার্জ কাটে?
বেশিরভাগ ক্ষেত্রে সেলফিন ফ্রি হলেও তবে কিছু কিছু ক্ষেত্রে সেলফিন চার্জ কাটা
হয়।
বিদেশ থেকে কি সেলফিন চালানো যায়?
বর্তমানে ইসলামী ব্যাংক তাদের সেবাগুলো বিদেশেও দিচ্ছেন। তাই আপনি চাইলে বিদেশে
বসে সেলফিন অ্যাপটি চালাতে পারবেন এবং লেনদেনও করতে পারবেন।
ঘরে বসে কি সেলফিন একাউন্ট খোলা যায়?
হ্যাঁ, আপনি ঘরে বসেই সেলফিন একাউন্ট খুলতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
আজকের আলোচ্য অংশটুকু থেকে আপনারা সহজেই বুঝতে পারলেন যে, সেলফিন একাউন্ট খোলার
নিয়ম সম্পর্কে। আপনারা যারা সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতেন না, আশা
করি আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সহজেই বুঝতে পারবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url