ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা থেকে কুয়াকাটার অপরূপ সৌন্দর্য দেখতে কিংবা অন্যান্য উদ্দেশ্যে আপনি কি
লঞ্চের সময়সূচী সম্পর্কে জানতে চান। তাহলে আজকে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার
জন্য। নিচে ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জেনে নিতে
পারেন।
ঢাকা থেকে কুয়াকাটা আপনি বিভিন্ন উপায়ে যেতে পারবেন।তবে লঞ্চ হতে পারে আপনার
জন্য আরামদায়ক। আজকের এই পোস্টটির মাধ্যমে জেনে নিতে পারবেন যে লঞ্চগুলো চলাচল
করে তার তালিকা, ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ইত্যাদি সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ২০২৫ জানতে পড়ুন
ঢাকা টু কুয়াকাটা যে লঞ্চগুলো চলাচল করে
ঢাকা থেকে কুয়াকাটা আপনারা যারা লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন, ঢাকা টু কুয়াকাটা
যে লঞ্চগুলো চলাচল করে সে সম্পর্কে জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা
যে লঞ্চগুলো যাতায়াত করে সে সম্পর্কে না থাকলে আপনি লঞ্চ ধরতে পারবেন বা যেতে
পারবেন না। তাহলে কোন লঞ্চগুলো চলাচল করে সে সম্পর্কে জানাটা আপনাদের জন্য খুবই
জরুরী। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঢাকা টু কুয়াকাটা যে লঞ্চগুলো যাতায়াত করে সে
সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
ক্রমিক নং | যে লঞ্চগুলো চলাচল করে |
---|---|
০১ | এম ভি এ আর খান ১ |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ |
০৩ | এম ভি কুয়াকাটা ১ |
০৪ | এম ভি জামাল ৫ |
০৫ | এম ভি সাত্তার খান ১ |
০৬ | এম ভি কাজল ৭ |
০৭ | এম ভি সুন্দরবন ৯ |
০৮ | এম ভি সুন্দরবন ১১ |
ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ২০২৫
ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাতায়াত করে সে সম্পর্কে আপনারা
ইতিমধ্যে জানতে পেরেছেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ঢাকা টু কুয়াকাটা লঞ্চ
সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারেন। কেননা লঞ্চের সময়সূচী সম্পর্কে যদি সঠিক তথ্য
না থাকে তাহলে সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এছাড়াও সময়সূচী সম্পর্কে
সঠিক তথ্য জানা
থাকলে আপনার মূল্যবান সময়ও বেঁচে যেতে পারে। তাহলে চলুন ঢাকা টু কুয়াকাটা লঞ্চ
সময়সূচী সম্পর্কে নিজে জেনে নেই। সময়ের সাথে লঞ্চের ঢাকা টু কুয়াকাটা লঞ্চের
সময়সূচী পরিবর্তন হতে পারে। সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ও ভাড়া জেনে নিন।
ক্রমিক নং | লঞ্চের নামের তালিকা | লঞ্চের সময়সূচী জানুন |
---|---|---|
০১ | এম ভি এ আর খান ১ | সময় সন্ধ্যা ৭ টা |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | সময় সন্ধ্যা ৭ টা |
০৩ | এম ভি কুয়াকাটা ১ | সময় সন্ধ্যা ৭ টা |
০৪ | এম ভি জামাল ৫ | সময় সন্ধ্যা ৭ টা |
০৫ | এম ভি সাত্তার খান ১ | সময় সন্ধ্যা ৭ টা |
০৬ | এম ভি কাজল ৭ | সময় রাত ৮ টা ( শনিবার এবং বুধবার) |
০৭ | এম ভি সুন্দরবন ৯ | সময় রাত ৮ টা (বৃহস্পতিবার এবং রবিবার) |
০৮ | এম ভি সুন্দরবন ১১ | সময় রাত ৮ টা ( বৃহস্পতিবার, মঙ্গলবার এবং শনিবার) |
ঢাকা টু কুয়াকাটা ভাড়ার তালিকা
আপনারা ইতিপূর্বে কোন লঞ্চ গুলো চলাচল করে এবং লঞ্চে সময়সূচী সম্পর্কে জানতে
পেরেছেন। এখন আপনাদের লঞ্চের ভাড়ার তালিকা সম্পর্কে জানাটা প্রয়োজন। কেননা
লঞ্চের সঠিক ভাড়া সম্পর্কে জানা থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনাদের
জানার সুবিধা লঞ্চের ভাড়ার তালিকা নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। তবে সময়ের
সাথে সাথে লঞ্চের ভাড়ার পরিবর্তন হতে পারে।
ক্রমিক নং | লঞ্চের নাম | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|---|
০১ | এম ভি এ আর খান ১ | ডেকঃ ৩০০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা এবং ডাবল কেবিন ১৬০০ টাকা |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | ডেকঃ ৩৫০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৯০০ টাকা এবং ডাবল কেবিন ১৮০০ টাকা |
০৩ | এম ভি কুয়াকাটা ১ | ডেকঃ ৩০০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা এবং ডাবল কেবিন ১৬০০ টাকা |
০৪ | এম ভি জামাল ৫ | ডেকঃ ২৫০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৭০০ টাকা এবং ডাবল কেবিন ১৪০০ টাকা |
০৫ | এম ভি সাত্তার খান ১ | ডেকঃ ৩০০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা এবং ডাবল কেবিন ১৬০০ টাকা |
০৬ | এম ভি কাজল ৭ | ডেকঃ ৩৫০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ৯০০ টাকা এবং ডাবল কেবিন ১৮০০ টাকা |
০৭ | এম ভি সুন্দরবন ৯ | ডেকঃ ৪০০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ১২০০ টাকা এবং ডাবল কেবিন ২৪০০ টাকা |
০৮ | এম ভি সুন্দরবন ১১ | ডেকঃ ৪৫০ টাকা মাত্র | সিঙ্গেল কেবিনঃ ১৩০০ টাকা এবং ডাবল কেবিন ২৬০০ টাকা |
ঢাকা থেকে কুয়াকাটা কত কিলোমিটার
ঢাকা থেকে কুয়াকাটা অনেকেই রয়েছেন নিয়মিত ভ্রমণ করেন আবার অধিকাংশই রয়েছেন
তারা নিয়মিতভাবে ভ্রমণ করেন না। সেক্ষেত্রে ঢাকা টু কুয়াকাটা দূরত্ব কত
কিলোমিটার সে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। চলুন তাহলে নিচে জেনে নেই ঢাকা
থেকে কুয়ারকাটার দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে।
- ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে কিলোমিটার।
aaaaঢাকা থেকে কুয়াকাটা লঞ্চে যেতে কত সময় লাগে
আপনারা যারা লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে কুয়াকাটা ভ্রমণ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে
যাত্রাসময় কেমন লাগে প্রায় অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানতে চান। যে সকল যাত্রী
ভাই ও বোনেরা লঞ্চের মাধ্যমে আমারদায়ক ভাবে চলাচল করতে চান সেক্ষেত্রে যেতে কত
সময় লাগে সে বিষয়ে জানার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। চলুন তাহলে জেনে নেই।
- ঢাকা থেকে কুয়াকাটা যেতে সময় লাগে হচ্ছে ঘন্টা।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আজকের আর্টিকেলটির মাধ্যমে আশা করি ঢাকা থেকে আপনারা
যারা লঞ্চের মাধ্যমে কুয়াকাটা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে ঢাকা টু কুয়াকাটা লঞ্চ
সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছে।এরকম আরো লঞ্চ সম্পর্কিত তথ্য
জানতে ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url