ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে প্রায় অসংখ্য যাত্রী লঞ্চের মাধ্যমে গন্তব্যে
যেতে চায়। কিন্তু ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানেন না।
আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করি জেনে নিতে পারবেন।
ঢাকা থেকে পটুয়াখালী বেশিরভাগ মানুষ লঞ্চে যেতে পছন্দ করেন। কেননা বাজেট কম লাগে
এবং ভ্রমণও আরামদায়ক হয়। আপনারা যারা লঞ্চের মাধ্যমে পটুয়াখালী যেতে চাচ্ছেন তবে
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে নিচে জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ২০২৫ জানতে পড়ুন
ঢাকা টু পটুয়াখালী যে লঞ্চগুলো চলাচল করে
ঢাকা থেকে পটুয়াখালী প্রায় অনেকগুলো লঞ্চ নিয়মিতভাবে পটুয়াখালীর উদ্দেশ্য
যাতায়াত করে। কিন্তু আপনারা যারা ঢাকা থেকে লঞ্চে করে পটুয়াখালী যেতে চাচ্ছেন,
সেক্ষেত্রে কোন লঞ্চগুলো চলাচল করে সে সম্পর্কে ধারণা রাখেন না। যেগুলো জানা
আপনার জন্য জরুরী। যে লঞ্চগুলো চলাচল করে সে সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে
তাহলে সঠিক সময়ে
গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তাই আপনাদের জানাই সুবিধার্থে ঢাকা টু পটুয়াখালী যে
লঞ্চগুলো চলাচল করে আজকের এই পোস্টটির মাধ্যমে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
ক্রমিক নং | যে লঞ্চগুলো যাতায়াত করে |
---|---|
০১ | এম ভি এ আর খান ১ |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ |
০৩ | এম ভি কুয়াকাটা ১ |
০৪ | এম ভি সুন্দরবন ৯ |
০৫ | এম ভি সুন্দরবন ১১ |
০৬ | এম ভি জামাল ৫ |
০৭ | এম ভি সাত্তার খান ১ |
০৮ | এম ভি কাজল ৭ |
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ২০২৫
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
সন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে জেনে
নিতে পারবেন। ইতিপূর্বে আপনারা উপরে জানতে পেরেছেন ঢাকা টু পটুয়াখালী কোন লঞ্চ
গুলো চলাচল করে থাকে।
আপনারা যারা ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চের মাধ্যমে চলাচল করতে চাচ্ছেন
সেক্ষেত্রে সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।কেননা লঞ্চের সময়সূচী
সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে তাহলে লঞ্চ মিস করতে পারেন। যার ফলে আপনি
লঞ্চের মাধ্যমে সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে
যে সকল যাত্রী ভাই ও
বোনেরা ঢাকা টু পটুয়াখালী লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে ঢাকা টু
পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক। সময়ের সাথে সাথে লঞ্চের সময়সূচী পরিবর্তন হতে পারে।
ক্রমিক নং | লঞ্চের নাম | লঞ্চ ছাড়ার সময় | লঞ্চ আসার সময় |
---|---|---|---|
০১ | এম ভি এ আর খান ১ | রাত ৮ঃ০০ টা | বিকাল ৪ঃ০০ টা |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | রাত ৮ঃ৩০ মিনিটে | বিকাল ৪ঃ৩০ মিনিটে |
০৩ | এম ভি কুয়াকাটা ১ | রাত ৮ঃ০০ টা | বিকাল ৪ঃ০০ টা |
০৪ | এম ভি সুন্দরবন ৯ | সকাল ৯ঃ০০ টা | রাত ৯ঃ০০ টা |
০৫ | এম ভি সুন্দরবন ১১ | সকাল ৯ঃ৩০ মিনিটে | রাত ৯ঃ৩০ মিনিটে |
০৬ | এম ভি জামাল ৫ | সকাল ৮ঃ০০ টা | বিকাল ৫ঃ০০ টা |
০৭ | এম ভি সাত্তার খান ১ | রাত ৯ঃ০০ টা | বিকাল ৫ঃ০০ টা |
০৮ | এম ভি কাজল ৭ | রাত ৮ঃ৪৫ মিনিটে | বিকাল ৫ঃ০০ টা |
ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়ার তালিকা
ঢাকা থেকে পটুয়াখালী আপনারা যারা লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে ভাড়ার
তালিকা সম্পর্কে জানা খুবই জরুরী। কেননা ভাড়ার তালিকা সম্পর্কে যদি সঠিক তথ্য না
জানেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঢাকা টু পটিয়াখালী লঞ্চের
ভাড়া সাধারণত সিটের উপরে ভিত্তি করে নির্ভর করে। আপনার বাজেট অনুযায়ী কম দামের
সিট থেকে শুরু করে
সর্বোচ্চ দামি সিট পর্যন্ত সহজেই বুকিং করতে পারবেন। চলুন তাহলে ঢাকা পটুয়াখালী
লঞ্চের ভাড়ার তালিকা সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
ক্রমিক নং | লঞ্চের সিটের নাম | লঞ্চের ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | ডেক | ভাড়া ২০০ টাকা |
০২ | সিঙ্গেল কেবিন | ভাড়া ৯০০ টাকা |
০৩ | ডাবল কেবিন | ভাড়া ১৬০০ টাকা |
ঢাকা টু পটুয়াখালী টিকিট বুকিং করতে যেসব নাম্বারে যোগাযোগ করতে পারেন
ঢাকা থেকে লঞ্চের মাধ্যমে পটুয়াখালী যেতে চাচ্ছেন সেক্ষেত্রে অগ্রিম টিকিট চান,
কিন্তু কোন নাম্বারে যোগাযোগ করবেন বুঝতে পারছেন না? এই আর্টিকেলটির মাধ্যমে নিচে
জেনে নিতে পারবেন লঞ্চ কর্তৃপক্ষের ফোন নাম্বারগুলো। যেগুলোর মাধ্যমে যোগাযোগ করে
আপনি অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া লঞ্চের সিডিউল থেকে শুরু করে
সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তাহলে লঞ্চ কর্তৃপক্ষের নাম্বারগুলো
জেনে নেওয়া যাক।
ক্রমিক নং | লঞ্চের নাম | যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন |
---|---|---|
০১ | এম ভি এ আর খান ১ | 01823-391563 |
০২ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | 01760-998537 |
০৩ | এম ভি কুয়াকাটা ১ | 01736-620580 |
০৪ | এম ভি সুন্দরবন ৯ | 01711-358810 |
০৫ | এম ভি সুন্দরবন ১১ | 01711-358838 |
০৬ | এম ভি জামাল ৫ | 01712-561520 |
০৭ | এম ভি সাত্তার খান ১ | 01770-673060 |
০৮ | এম ভি কাজল ৭ | 01798-849747 |
ঢাকা টু পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার
ঢাকা থেকে পটুয়াখালী উদ্দেশ্যে আপনারা যারা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে ঢাকা টু
পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। চলুন তাহলে
ঢাকা টু পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক। গুগল
ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকা টু পটিয়াখালীর দূরত্ব হচ্ছে ২২৫.২ কিলোমিটার।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যেতে কত সময় লাগে
ঢাকা থেকে পটুয়াখালী যে সকল যাত্রী ভাই ও বোনেরা লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে
চাচ্ছেন। লঞ্চে যেতে কত সময় লাগে সে সম্পর্কে জানার জন্য অনেকেই প্রশ্ন করে
থাকেন। যাত্রা সময় কত লাগতে পারে সে সম্পর্কে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কেননা কত
সময় জার্নি করতে হবে সে সম্পর্কে জানা থাকলে আগে থেকেই প্রস্ততি নেওয়া যায়। চলুন
তাহলে আপনাদের জানার সুবিধার্থে ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যেতে কত সময় লাগে সে
সম্পর্কে জেনে নেই।
- ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চে যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা সময় এদিক সেদিক হতে পারে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আপনারা যারা লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে পটুয়াখালী যেতে চাচ্ছেন,
সেক্ষেত্রে ঢাকা পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানা খুবই
গুরুত্বপূর্ণ। যা ইতিমধ্যে আমরা উপরের আলোচ্য অংশটুকুতে আলোচনা করেছি। আপনারা
যারা লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে পটুয়াখালী যেতে চাচ্ছেন এই আর্টিকেলটি পড়ে আশা করি
উপকৃত হয়েছেন। লঞ্চের সময়সূচী সম্পর্কে জানতে পোস্টটি শেয়ার করে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url