ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন যেভাবে করবেন ২০২৫
ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন সে সম্পর্কে বুঝতে
পারছেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। এই পোষ্টের মাধ্যমে
জেনে নিতে পারবেন ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম সম্পর্কে।
ডাচ বাংলা ব্যাংক বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে
প্রায় অধিকাংশ মানুষের একাউন্ট রয়েছে। কিন্তু কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন
নিতে হয়, কি কি কাগজপত্র লাগে, লোনের ধরণ ইত্যাদি সম্পর্কে জানেন না। যা এই
আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ ডাচ বাংলা লোন আবেদন ২০২৫ জানতে পড়ুন
- ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন ২০২৫
- ডাচ বাংলা ব্যাংল লোন করতে যেসব কাগজপত্র লাগে
- ডাচ বাংলা ব্যাংক লোনের ধরণগুলো জানুন
- ডাচ বাংলা ব্যাংক হোম লোন নেওয়ার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম
- ডাচ বংলা ব্যাংক স্যালারি লোন নেওয়ার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক এসএমই লোন করার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন নেওয়ার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট দেখুন
- ডাচ বাংলা ব্যাংক থেকে কত বছরের জন্য লোন নেওয়া যায়?
- ডাচ বাংলা ব্যাংক সুদের হার কেমন?
- ডাচ বাংলা ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া যায়?
- ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর সম্পর্কে জানুন
ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন ২০২৫
ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি
শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করি ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন
সম্পর্কে জেনে নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক লোন নিতে চাইলে আপনাকে অবশ্যই
যে কোন নিকতস্থ ব্যাংকের শাখায় যেতে হবে। লোন করার ক্ষেত্রে আপনি কি ধরনের লোন
নিতে চাচ্ছেন তাদেরকে জানাতে হবে। অর্থাৎ আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন এবং কি
কারণে লোন নিতে চাচ্ছেন যাবতীয় বিষয়গুলো তারা জানতে চাইবে। সকল তথ্যগুলো
দেওয়ার পর আপনার ইনকাম সোর্স কি সে সম্পর্কে জানতে চাইবে। এরপর আপনাকে লোন
আবেদন ফরম দিবে। আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে। এবং আবেদন ফরমের সাথে
যাবতীয় ডকুমেন্টসগুলোও জমা দিতে হবে। আপনার লোনটি অনুমোদন হলে সহজেই ডাচ বাংলা
ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবেন। হাউজ লোন কিভাবে পাব জানুন।
ডাচ বাংলা ব্যাংল লোন করতে যেসব কাগজপত্র লাগে
ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে অবশ্যই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে।
প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আসলে লোন গ্রহন করা সম্ভব নয় এটা যে কোন ব্যাংকের
ক্ষেত্রেই সমান। লোন গ্রহণের জন্য আবেদন ফরম পূরণের পাশাপাশি যে প্রযোজনীয়
ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো নিচে আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া
হচ্ছে।
- আপনার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স ফটোকপি
- সাম্প্রতিকতলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- নমিনির জাতীয় পরিচয়পত্র কপি এবং ছবি
- ব্যাংক একাউন্ট খোলার জন্য জমাকৃত টাকা
- আবেদনকারীর আয়ের প্রমাণপত্র
- আবেদনকারীর সচল মোবাইল নাম্বার
- বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি
- মনের গ্যারান্টি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছবি
- লোনের পরিমাণ কেমন হবে তার উপর নির্ভর করবে জামানত
ডাচ বাংলা ব্যাংক লোনের ধরণগুলো জানুন
ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি বিভিন্ন ধরনের লোন দিতে পারবেন। লোনের ধরণের উপরে
সাধারণত নির্ভর করে লোনের টাকার পরিমাণ কমবেশি হয়ে থাকে। এছাড়াও আপনি কি ধরনের
লোন নিতে চাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনার জামানত লাগবে কিনা। ডাচ বাংলা
ব্যাংক থেকে আপনি যেসব লোন নিতে পারবেন চলুন নিচে তালিকা দেখে নেওয়া যাক।
- ডাচ বাংলা ব্যাংক হোম লোন
- ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন
- ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন
- ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন
- ডাচ বাংলা ব্যাংকে এসএমই লোন
উপরে উল্লেখিত এসব ক্যাটাগরি থেকে ডাচ বাংলা ব্যাংক লোনগুলো নিতে পারবেন। তবে এ
জাতীয় লোনগুলো নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ অবশ্যই আপনার তথ্যগুলো যাচাই করে
দেখবে। সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক জানুন।
ডাচ বাংলা ব্যাংক হোম লোন নেওয়ার নিয়ম
পৃথিবীর প্রতিটি মানুষের স্বপ্ন থাকে নিজের স্বপ্নের মত করে একটি বাড়ি তৈরি
করার। সেক্ষেত্রে আপনি কি বাড়ি তৈরি করতে চাচ্ছেন? আপনার স্বপ্ন পূরণে ডাচ-বাংলা
ব্যাংক আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কেননা ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি
সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ি করার জন্য লোন নিতে পারবেন। তবে একটি বিষয়
মাথায় রাখতে হবে এই
লোন নিতে হলে অবশ্যই স্থায়ী জমি বা বাড়ির কাগজপত্র ব্যাংকে জামানত থাকতে হবে।
আপনার স্বপ্নের বাড়ি করার জন্য লোনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে
সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- আপনার জমির খতিয়ান নামধারী রশিদ
- জাতীয় পরিচয় পত্রের কপি
- গ্যারান্টের কিছু ডকুমেন্টস গুলো
- আপনার জমির দলিল এবং খতিয়ান নং
- এনইসি লাগবে
বাড়ি করার জন্য লোন নেওয়ার ক্ষেত্রে উপরে উল্লেখিত ডাচ বাংলা ব্যাংক শাখাতে
নিয়ে যেতে হবে। এরপর আপনি বাড়ি করার জন্য আবেদন ফরম পূরণ করে ডাচ-বাংলা ব্যাংক
থেকে লোন গ্রহণ করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক থেকে ব্যক্তিগত কাজের জন্য অর্থের প্রয়োজনে পার্সোনাল লোন নিতে
পারবেন। পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক থেকে, প্রয়োজন
অনুযায়ী নিতে হবে তবে বেশি পরিমাণে লোন নিতে হলে জামানত রাখতে হবে। ডাচ বাংলা
ব্যাংক থেকে আপনি যদি স্বল্প পরিমাণ অর্থ লোন নিতে পারেন সেক্ষেত্রে জানানতের
প্রয়োজন হবে না।
ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি যদি পার্সোনাল লোন নিতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ
সাখাতে যেতে হবে। তারপর অফিসারতের কে জানাতে হবে যে আপনি পার্সোনাল লোন নিতে
ইচ্ছুক। তখন তারা লোন পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি গুলো বলে দিবে এবং লোন
পাওয়া পর্যন্ত সহযোগিতা করবে।
ডাচ বংলা ব্যাংক স্যালারি লোন নেওয়ার নিয়ম
আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ডাচ বাংলা ব্যাংক থেকে সহজেই স্যালারি লোন
নিতে পারবেন। যে সকল চাকরিজীবীদের স্যালারি একাউন্ট রয়েছে, যে কোন ব্যাংকে, উক্ত
ব্যাংকের স্টেটমেন্ট ব্যবহার করে খুব সহজেই স্যালারি লোন গ্রহণ করতে পারবেন।
আপনার যদি ডাচ বাংলা ব্যাংকে স্য্লারি একাউন্ট থাকে তাহলে আপনার জন্য আরও
সুবিধা
কেননা সেই একাউন্টটিতে স্যালারি লোন গ্রহন করতে পারবেন। স্যালারি লোন গ্রহণ করার
মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা ব্যয় করতে পারবেন। আপনি যদি স্যালারি লোন
গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করতে পারেন।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক থেকে স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করতে বা পড়াশোনার খরচ চালাতে
সমস্যা হলে লোন গ্রহন করতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় অল্প পরিমাণে ডাচ বাংলা
ব্যাংক থেকে লোন নেওয়ার পর কিস্তি আকারে পরিশোধ করতে পারাবে। তবে এজন্য অবশ্যই
ডাচ-বাংলা ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট থাকতে হবে। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন
নেওয়ার ক্ষেত্রে
স্টুডেন্ট লোনের জন্য আবেদন করতে হবে। তবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত
যোগ্যতা সহ স্টুডেন্ট আইডি কার্ড বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও
আবেদনকারীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র এবং গ্যারান্টার জাতীয় পরিচয়পত্র ও ছবি
দিতে হবে।
ডাচ বাংলা ব্যাংক এসএমই লোন করার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তাদের "এসএমই" লোন প্রদান করে
থাকে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংক থেকে সহজেই লোন
গ্রহণ করতে পারবেন। সেই লোনের টাকা আপনি কিস্তি আকারে পরিশোধ করতে পারবেন। SME
লোন গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে
অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র গুলো জমা দিতে হবে এছাড়াও জামানত হিসেবে স্থায়ী
সম্পদ জামানত রাখা লাগতে পারে।
ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন নেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন প্রদান করে থাকে। ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন সাধারণত
কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং অন্যান্য
কৃষি সংক্রান্ত কাজ করার জন্য ঋণ প্রদান করে সহায়তা করে থাকে। চলুন তাহলে ডাচ
বাংলা ব্যাংক থেকে কৃষি লোন নেওয়ার উপাযগুলো জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় কাগজপত্র/ডকুমেন্টস
- কৃষি কার্যক্রম প্রকল্পের নিবন্ধন সনদ লাগবে
- ট্যাক্স আইডেন্টিফিকেশনের নাম্বার লাগবে
- পূর্বের আয়ের প্রমাণপত্র লাগবে এবং
- জমির কাগজপত্র লাগবে
আবেদন প্রক্রিয়া
- আপনার নিকটস্থ শাখায় গিয়ে সঠিকভাবে ফরম পূরণ করে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র গুলো জমা দিতে হবে।
- এরপর আপনার ব্যাংক হিস্ট্রি যাচাই করে প্রয়োজনে সাক্ষাৎকার নিতে পারে।
কৃষি লোনের উদ্দেশ্যে
- কৃষি যন্ত্রপাতি
- ট্রাক্টর
- পানির পাম্প
- কৃষি প্রকল্প
- কৃষি প্রযুক্তি
- চাষের জন্য বিনিয়োগ ইত্যাদি
লোনের পরিমাণ
- ডাচ বাংলা ব্যাংক কৃষি প্রদান করে থাকে ১০ হাজার থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময়কাল
- ডাচ বাংলা ব্যাংক থেকে কৃষি লোন গ্রহণ করলে পরিশোধের জন্য আপনি সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন।
সুদের পরিমাণ
ডাচ বাংলা ব্যাংক থেকে কৃষি লোনের সুদের পরিমাণ সাধারণত ৭% খেকে ১২% পর্যন্ত হয়ে
থাকে। তবে সময়ের সাথে সাথে ব্যাংকের নীতিমালা এবং অর্থনৈতিক পরিস্থিতির উপরে
বিবেচনা করে পরিবর্তন হতে পারে।
ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট দেখুন
প্রায় অধিকাংশ মানুষ ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট সম্পর্কে জানতে চান। আপনাদের
জানার সুবিধার্থে ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
লোনের প্রকারভেদ | লোনের পরিমাণ | সুদের হারের পরিমাণ | লোনের মেয়াদ | শর্তাবলী |
---|---|---|---|---|
বিজনেস লোন | ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা | ৮% থেকে ১২% | ১ থেকে ৫ বছর | মাসিক কিস্তিতে |
মিডিয়াম টার্ম লোন | ২ লক্ষ থেকে ১ কোটি টাকা | ৯% থেকে ১১% | ত্রৈমাসিক কিস্তিতে | |
শর্ট টার্ম লোন | ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা | ৯% থেকে ১৩% | ১ বছরের কম | এককালীন মাসিক কিস্তিতে |
টেম্পোরারি লোন | ২৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা | ১০% থেকে ১৪% | ৩ থেকে ১২ মাস |
ডাচ বাংলা ব্যাংক থেকে কত বছরের জন্য লোন নেওয়া যায়?
ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য লোন
নিতে পারবেন তবে বাড়ি করার জন্য লোন গ্রহণ সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত সময় পেতে
পারেন।
ডাচ বাংলা ব্যাংক সুদের হার কেমন?
ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা যারা লোন করতে চাচ্ছেন সেক্ষেত্রে অনেকেই জানার
আগ্রহ প্রকাশ করেন, ডাচ বাংলা ব্যাংক সুদের হার কত সে সম্পর্কে। চলুন তাহলে নিচে
জেনে নেওয়া যাক ডাচ বাংলা ব্যাংকের সুদের হার হচ্ছে ৯% থেকে ১৪% পর্যন্ত।
ডাচ বাংলা ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া যায়?
ডাচ বাংলা ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া যায় সে সম্পর্কে অনেকেই জানতে চান।
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে
কত টাকা লোন দেওয়া যায় সেই সম্পর্কে। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি সর্বনিম্ন ১০
হাজার থেকে শর্ত সাপেক্ষে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর সম্পর্কে জানুন
ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করার পূর্বে হিসাব করতে হবে যে, লোন গ্রহন করলে
প্রতি মাসে সবমিলিয়ে কত টাকা পরিশোধ করতে হবে। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ
করার ক্ষেত্রে আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যাংক লোনের হিসাব
সহজেই বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের ক্যালকুলেটরের
মাধ্যমে হিসাব
করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি টোটাল কত টাকা নিয়েছেন এবং প্রতি মাসে
কেমন টাকা কিস্তি দিতে হবে। আপনাদের জানার সুবিধার্থে গুগল সার্চ বারে গিয়ে সার্চ
করতে পারেন
www.dutchbanglabank.com/personal-banking/loan-calculator লিখে তাহলে আশা করি সহজেই বুঝতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটির মাধ্যমেই আপনারা সহজেই জেনে নিতে পারলেন যে,
ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম সম্পর্কে। ডাচ-বাংলা ব্যাংক থেকে আপনি
বিভিন্ন ধরনের লোন গ্রহণ করতে পারবেন যেগুলো উপরে আলোচনা করা হয়েছে। আশাকরি
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এরকম আরো তথ্য জানতে আমাদের
ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url