ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম জানুন ১ মিনিটে
ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান কিন্তু
কিভাবে জমা দিবেন সে সম্পর্কে বুঝতে পারছেন না? তাহলে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন।
.webp)
পোস্ট সূচীপত্রঃ ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম জানতে পড়ুন
- ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম জানুন
- ব্যাংক ভিজিট করে টাকা জমা দেওয়ার নিয়ম
- ডাচ বাংলা বুথে টাকা জমা দেওয়ার নিয়ম
- মোবাইর ব্যাংকিং সিস্টেম রকেটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কেমন টাকা লাগে
- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগে
- ATM থেকে কি অন্যর একাউন্টে টাকা জমা দেওয়া যাবে?
- ATM বুথে টাকা দিলে কি সাথে সাথে একাউন্টে জমা হবে?
- বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানুন
ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম জানুন
ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ
মানুষ গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানাই সুবিধার্থে আজকের এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি ডাচ-বাংলা
ব্যাংকের টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে
টাকা জমা দেওয়ার জন্য
আপনি একাধিক অফশন পাবেন। যেমন আপনি ব্যাংক ভিজিট করে টাকা জমা দিতে পারবেন এবং
এটিএম বুথ মেশিন ব্যবহার করে জমা দিতে পারবেন।এছাড়াও আপনি ঘরে বসেই ডাচ বাংলা
ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন। এখন আপনাদের মনে
প্রশ্ন আসতে পারে কিভাবে জমা দিব, তাহরে চলুন নিয়মগুলো সম্পর্কে নিচে জেনে
নেওয়া যাক।
- ব্যাংক ভিজিট করে জমা দিতে পারবেন
- এটিএম বুথে CRM মেশিন ব্যবহার করে জমা দিতে পারবেন
- মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেটের মাধ্যমে জমা দিতে পারবেন।
ব্যাংক ভিজিট করে টাকা জমা দেওয়ার নিয়ম
আপনি যখন ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট খুলেছেন তখন অবশ্যই একটি বই দেওযা হয়েছে। যে
বইটি দেওয়া হয়েছে প্রতিটি জমা স্লিপের জন্য দুটি করে পেজ থাকে উপরে পেজটি পূরণ
করলে নিচের পেজটি অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। উপরের স্লিপটি ছিরে ব্যাংকের জমা
দিলে আপনার টাকা জমা হয়ে যাবে।
ডাচ বাংলা বুথে টাকা জমা দেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকে এটিএম বুথ CRM মেশিন ব্যহার করার মাধ্যমে আপনার কার্ডটি দিয়ে
টাকা জমা করতে পারবেন। ডাচ বাংলা একাউন্ট কার্ড দিয়ে সহজেই টাকা জমা করা যায়।
তাই চাইলে এটিএম বুথের মাধ্যমে আপনার ডাচ বাংলা একাউন্টের কার্ডটি দিয়ে খুব
সহজেই টাকা জমা করতে পারবেন।
মোবাইর ব্যাংকিং সিস্টেম রকেটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম
- প্রথমেই আপনাকে যথা নিয়মে একাউন্টে রকেট অ্যাপসে লগইন করতে হবে।
- এরপর আপনাকে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে দেখতে পাবেন হোম পেজ সেখানে ব্যাংকের ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে DBBL A/C অপশনে যেতে হবে এরপর পেজে আপনার সামনে তিনটি অপশন দেখতে পাবেন।
- Linked A/C
- DBBL A/C
- Others Bank A/C
- উপরে উল্লেখিত তিনটি একাউন্টের ভিতরে আপনাকে DBBL A/C ক্লিক করতে হবে।
- আপনার ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে।
- DBBL একাউন্টে টাকা পাঠানোর জন্য ডিবিবিএল নাম্বার দিতে হবে এবং নিচে টাকার পরিমাণ লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- এবার আপনাকে পিন নাম্বার দিয়ে Tap And Hold করতে হবে। এরপরে রকেটের উপরে Tap and Hold করলে আপনার টাকা সমজেই ডাচ ব্যাংক একাউন্টে খুব সহজেই চলে যাবে বাংলা।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কেমন টাকা লাগে
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে যারা নতুন খুলতে চান সেক্ষেত্রে
অনেকেই এমন প্রশ্ন করে থাকেন। আবার অনেকেই রয়েছেন যারা ইন্টারনেটের মাধ্যমে ডাচ
বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে সে সম্পর্কে জানার জন্য খোঁজাখুঁজি করে
থাকেন। আমরা বলব আপনি সঠিক জায়গাতে এসেছেন। চলুন নিচে জেনে নেওয়া যাক ডাচ-বাংলা
ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে সে সম্পর্কে।
- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতেই সর্বনিম্ন লাগে ১০০ টাকা এবং সর্বোচ্চ লাগে ৫ হাজার টাকা।
- ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে সর্বনিম্ন লাগে ১০০ টাকা।
- ডাচ বাংলা ব্যাংক সেভিং একাউন্ট খুলতে সর্বনিম্ন লাগে ৫০০ টাকা এবং ভিআইপি অ্যাকাউন্ট খুলতে লাগে পাঁচ হাজার টাকা।
- এছাড়া আপনি যদি ভিআইপি কিংবা ইন্ডাস্ট্রিয়াল একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার লাগবে ন্যূনতম ৫ হাজার টাকা।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগে
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে অবশ্যই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। যেগুলো
ছাড়া আসলে একাউন্ট খোলা কষ্টসাধ্য হয়ে যায় বা একাউন্ট খোলা নাও হতে পারে।
তাহলে চলুন ডাচ বাংলা একাউন্ট খোলার জন্য যেসব কাগজপত্রগুলো লাগে সেগুলো সম্পর্কে
নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- আবেদন কারীর জাতীয় পরিচয় পত্র কপি
- আবেদনকারী যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন কপি
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- নমিনির জাতীয় পরিচয় পত্র কপি এবং ছবি
- আবেদনকারী যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ছবি।
- আবেদনকারী শিক্ষার্থী হলেই স্টুডেন্ট আইডি কার্ড লাগবে
- আবেদনকারী যদি ব্যবসায়ী হয় সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে
- ঠিকানা প্রমাণের জন্য গ্যাস বিল কিংবা বিদ্যুৎ বিল এর কপি লাগবে
- আবেদনকারীর সচল মোবাইল নাম্বার লাগবে
ATM থেকে কি অন্যর একাউন্টে টাকা জমা দেওয়া যাবে?
হ্যাঁ, আপনি ATM কিংবা Fast Track থেকে CRM মেশিনের মাধ্যমে খুব সহজেই ডাচ বাংলা
ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে পারবেন। তবে অবশ্যই জমা দানকারীর এনআইডি নম্বর এবং
মোবাইল নাম্বার ব্যবহার করে জমা দিতে হবে।
ATM বুথে টাকা দিলে কি সাথে সাথে একাউন্টে জমা হবে?
- হ্যাঁ, ATM বুথে টাকা দিলে সাথে সাথেই জমা হবে।
বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানুন
ডাচ বাংলা ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে যদি জানেন, তাহলে
বিভিন্ন দেশ থেকে সরাসরি ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যারা প্রবাসী
বিভিন্ন উদ্দেশ্যে বসবাস করছেন টাকা পাঠানোর ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের
সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। বিভিন্ন দেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা
পাঠানোর নিয়ম নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- প্রথমেই আপনার একটি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- এরপর একাউন্টটি ওপেন করে ডাচ বাংলা ব্যাংকে অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউসেই আপনাকে যেতে হবে।
- তারপর আপনার টাকাটি জমা দিতে হবে। তারা একটি ফরম দিবে সেটি পূরণ করতে হবে যার নামে KYC.
- ফরমটিতে আপনার ব্যক্তিগত সকল তথ্য দিতে হবে, যেমন ধরুন পাসপোর্টে বা ভিসা পারমিটের সকল তথ্যগুলো দিতে হবে।
- আপনার একাউন্ট থেকে অন্য যে একাউন্টে টাকা পাঠাবেন সেই একাউন্টে যাবতীয় তথ্যগুলো তার মধ্যে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ
- ব্যাংকের নাম
- ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার
- ব্যাংকের লোকেশন সহ আরো অন্যান্য বিষয়
- যাবতীয় তথ্যগুলো দেওয়া হয়ে গেলে মোবাইলে এসএমএস অপশনে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি এসএমএস আসবে। সেখানে আপনাকে ম্যাসেজ দেওয়া হবে টাকা পাঠানো হয়েছে।
- এরপর সর্বশেষ যার কাছে টাকা পাঠালেন তার সাথে যোগাযোগ করে শিওর হতে হবে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই পোস্টটির মাধ্যমে আপনারা সহজেই জেনে নিতে পারলেন যে, ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে। ডাচ বাংলা ব্যাংকে কিভাবে টাকা জমা দিবেন আশা করি সে সম্পর্কে ভালোভাবেই জেনে নিতে পেরেছেন। এরকম আরো তথ্য জানতে ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url