ঈশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঈশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে অনুসন্ধান করে থাকেন। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজেই নিচে জেনে
নিতে পারবেন।
ঈশ্বরদী থেকে ট্রেনের মাধ্যমে আপনারা যারা খুলনা যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে
ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা খুবই জরুরী। আপনারা যারা সময়সূচী সম্পর্কে অবগত
নয়, আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ঈশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী জেনে নিতে
পারেন।
পোস্ট সূচীপত্রঃ ইশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫ জানতে পড়ুন
ঈশ্বরদী টু খুলনা যে ট্রেনগুলো যাতায়াত করে
ইশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাতায়াত করে সে সম্পর্কে জানাটা
খুবই জরুরী। কেননা ঈশ্বরদী থেকে কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে যদি সঠিক
তথ্য জানা না থাকে, তাহলে ঈশ্বরদী থেকে খুলনা সঠিক সময়ে পৌঁছানো সম্ভব নয়। আর
সেজন্য আপনাদের জানার সুবিধার্থে ঈশ্বরদী থেকে খুলনা যে ট্রেন চলাচল করে সেগুলো
নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
ক্রমিক নং | যে ট্রেনগুলো যাতায়াত করে |
---|---|
০১ | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) |
০২ | সীমান্ত এক্সপ্রেস (৭৪৮) |
০৩ | রূপসা এক্সপ্রেস (৭২৮) |
০৪ | সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) |
০৫ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) |
০৬ | রকেট এক্সপ্রেস (২৪) |
০৭ | মহানন্দা এক্সপ্রেস (১৪) |
ঈশ্বরদী টু খুলনা আন্তঃনগর ট্রেনের সময়সূচী ২০২৫
ঈশ্বরদী টু খুলনা আন্তঃনগর যে ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে আপনাদের জানা খুবই
গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছেন যারা ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে যে ট্রেনগুলো
চলাচল করে তার সময়সূচী সম্পর্কে জানার জন্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে
খোঁজাখুঁজি করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে
যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোর সময়সূচী নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) | ১৫ঃ৪৫ মিনিটে | ২০ঃ৪৫ মিনিটে | শুক্রবার |
০২ | রূপসা এক্সপ্রেস (৭২৮) | ১৪ঃ০০ টা | ১৮ঃ২০ মিনিটে | বৃহঃপতিবার |
০৩ | সীমান্ত এক্সপ্রেস (৭৪৮) | ২৩ঃ৫৫ মিনিটে | ৪ঃ২০ মিনিটে | সোমবার |
০৪ | সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) | ৭ঃ২০ মিনিটে | ১২ঃ১০ মিনিটে | সোমবার |
০৫ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) | ১৩ঃ০০ টা | ১৭ঃ৪০ মিনিটে | বুধবার |
ঈশ্বরদী টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
ঈশ্বরদী থেকে খুলনা রুটে মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই জানার
আগ্রহ প্রকাশ করেন। কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে অনেকেই জানলেও সময়সূচী
সম্পর্কে ধারণা রাখেন না। যা আজকের এই পোস্টের মাধ্যমে নিচে জেনে নিতে পারবেন।
তবে সময়ের সাথে সাথে আন্তঃনগর এবং মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তন হতে
পারে।
ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | মহানন্দা এক্সপ্রেস (১৬) | ৯ঃ৫০ মিনিটে | ১৬ঃ৪০ মিনিটে | নাই |
০২ | রকেট এক্সপ্রেস (২৪) | ১৮ঃ০০ টা | ২৩ঃ৪৫ মিনিটে | নাই |
ঈশ্বরদী টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা
ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানা প্রতিটি যাত্রী ভাই
বোনদের জন্য জানা জরুরী। কেননা ঈশ্বরদী থেকে খুলনা ট্রেনের ভাড়া কেমন, সে
সম্পর্কে যদি সঠিক তথ্যটি জানা থাকে তাহলে কোন প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা
থাকে না। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক ঈশ্বরদী টু খুলনা ট্রেনের ভাড়ার
তালিকা সম্পর্কে।
ক্রমিক নং | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ২৯০ টাকা |
০২ | প্রথম সিট | ৪৪৯ টাকা |
০৩ | প্রথম বার্থ | ৬৬৭ টাকা |
০৪ | এসি সিট | ৬৬৭ টাকা |
০৫ | এসি বার্থ | ১০০১ টাকা |
০৬ | স্নিগ্ধা | ৫৫৮ টাকা |
ঈশ্বরদী টু খুলনা দূরত্ব কত কিলোমিটার
ঈশ্বরদী থেকে আপনারা যারা ট্রেনের মাধ্যমে খুলনা ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে
অনেকেই প্রশ্ন করে থাকেন যে দূরত্ব কত কিলোমিটার সেই সম্পর্কে। তাহলে চলুন
আপনাদের জানাই সুবিধার্থে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ঈশ্বরদী টু খুলনা কত
কিলোমিটার সেই সম্পর্কে নিচে জেনে নেই। নাটোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া জানুন।
- ঈশ্বরদী থেকে খুলনার দূরত্ব হচ্ছে প্রায় ১৮৫.৩ কিলোমিটার।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় ট্রেন যাত্রী ভাই ও বোনেরা আপনারা যারা ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে
ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে ঈশ্বরদী টু খুলনা ট্রেনের সময়সূচী এবং
ভাড়ার তালিকা সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী। যা উপরে উল্লেখিত আজকের এই
আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যারা ঈশ্বরদী থেকে খুলনা যেতে
চাচ্ছেন সেক্ষেত্রে আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url