ওমান থেকে ইতালি যাওয়ার উপায় জানুন ২০২৫
ওমান থেকে প্রায় অধিকাংশ প্রবাসী ইউরোপের দেশ ইতালি যেতে চান কিন্তু কিভাবে যাবেন তার উপায় সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি আপনার স্বপ্নের দেশ ইতালিতে ওমান থেকে পাড়ি দিতে চান ,তাহলে নিচে ওমান থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে জানতে পড়ুন।
ওমানে অসংখ্য প্রবাসী রয়েছেন, যারা তাদের বুকের মাঝে লালন করছেন ইউরোপের যাওয়ার
স্বপ্ন নিয়ে। ওমান থেকে ইতালিতে কিভাবে যাওয়া যায়, সে সম্পর্কে অনেকেই জানেন
না। আপনি যদি এ সম্পর্কে না জানেন, তাহলে আপনার পক্ষে অসম্ভব। তাই নিচে ওমান থেকে
ইতালি যাওয়ার উপায় জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ ওমান থেকে ইতালি যাওয়ার উপায় জানতে পড়ুন।
ওমান থেকে ইতালি নিয়ে কিছু কথা
ওমান থেকে ইতালি বৈধভাবে যাওয়া প্রতিটি মানুষের জন্য নিরাপদ এবং ঝুঁকিহীন। সবসময়
আমরা বৈধপথকেই উৎসাহিত করে থাকি এবং অবৈধপথকে নিরুৎসাহিত করে থাকি। ওমানে অসংখ্য
প্রবাসী বাঙালি রয়েছেন যাদের মনের ভিতরে একটাই স্বপ্ন, সেটা হলো ইউরোপ যাওয়ার।
তাদের ধ্যান-ধারণা একটাই পরিবার এবং প্রিয়জনের মুখে হাসি ফুটাতে ইউরোপের
মাটিতে পা রাখার। আর সেজন্য অবৈধ পথে কতই না ঝুঁকি নিয়ে নদী সমুদ্র পাড়ি দিয়ে
জীবনের সাথে যুদ্ধ করে, চেষ্টা করেন ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর। ইউরোপে
পৌঁছাতে কত নদী-সমুদ্র ট্রলারে পাড়ি দিয়ে এবং স্থলপথে লুকিয়ে, অমানবিক পরিবেশে
অপর্যাপ্ত খাদ্য ও পানি সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হয় প্রবাসীদের।
ঝর,জলোচ্ছ্বাস এবং মানব
পাচারকারীদের হাত থেকে বেঁচে থাকাটাই যেন তাদের হচ্ছে মূল লক্ষ্য। অনেক অভিবাসী
রয়েছেন যারা পথেই মারা যান, অনেকে আটকে পড়ে যান, অনেকে দীর্ঘদিন জেলে থাকতে
হয়। এর ভিতরে কিছু কিছু ভাগ্যবান অভিবাসি রয়েছেন, যারা ইউরোপে পৌছাতে সক্ষম
হয়ে থাকেন কিন্তু তাদের জন্য অপেক্ষা করে নতুন সংগ্রাম এবং অনিশ্চিত ভবিষ্যৎ।
এরপর
তাকে থাকতে অবৈধ অভিবাসী হিসেবে অমানবিক পরিবেশে যদিও কাজ করে তবে কম বেতনে।এর
ভিতর অনেকেই রয়েছে যারা ধরা পড়ে দেশে ফিরে আসেন। দারিদ্র, বেকারত্ব এবং
অর্থনৈতিক অনিশ্চয়তা মূলত এসবের কারণেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে
ইউরোপের দেশগুলোতে যেতে চায়। পরিবারের মুখে হাসি ফোটাতে এবং
নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে অনেকেই জীবনের আশা ছেড়ে দিয়ে প্রস্তুতি
নেয় ইউরোপ যাওয়ার জন্য। তাই আপনি যদি ওমান থেকে ইউরোপের দেশ ইতালিতে যেতে চান
কিভাবে যাবেন বৈধভাবে এবং অবৈধভাবে নিচে উল্লেখ করে দেওয়া হলো। ওমান থেকে ইতালি
(ইউরোপ) যাওয়ার উপায় জানতে নিচে পড়ুন।
ওমান থেকে ইতালি যাওয়ার উপায় ২০২৫
ওমানে বাংলাদেশী অনেক প্রবাসী রয়েছেন, যারা প্রায় অধিকাংশ মানুষই ওমান থেকে
ইতালি (ইউরোপ) যাওয়ার উপায় সম্পর্কে ধারণা রাখেন না অথচ তারা ইউরোপের দেশ ইতালি
যেতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানানোর
চেষ্টা করবো।আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং জানুন। প্রথমত
আপনি যদি ওমান থেকে ইতালিতে যেতে চান, তবে অবশ্যই আপনাকে জানতে, হবে কোন উপায়
গুলোর মাধ্যমে যাওয়া যায় সেগুলোর যাবতীয় তথ্য সম্পর্কে।
ওমান থেকে ইতালি বৈধভাবে যাওয়ার উপায়
ওমান থেকে ইতালিতে আপনি যদি বৈধভাবে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বিমানের
মাধ্যমে যেতে হবে। ওমান থেকে ইতালিতে যেতে প্রথমে আপনাকে ওমানের রাজধানী মাসকাট
থেকে ইতালির রোম, মিলান এবং অন্যান্য শহরে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যেতে পারবেন।
বেশ কয়েকটি এয়ারলাইন্স রয়েছে যেগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে
দেওয়া হলো।
- ওমান এয়ারলাইন্স
- ইতিহাদ এয়ারওয়েজ
- কাতার এয়ারওয়েজ
- এমিরেটস
ওখান থেকে ইতালি রুটে এই ফ্লাইটগুলো পরিচালনা করে থাকে। তাই আপনি চাইলে এসব
এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলোর মাধ্যমে ওমান থেকে ইতালিতে যেতে পারবেন।
বিমান পথে যাওয়ার উপায়
- ১/ সরাসরি ফ্লাইটঃ বিমানের মাধ্যমে আপনি ওমানের রাজধানী মাসকাট থেকে সরাসরি ইতালির রোম, মিলান, ভেনিস এর মত ইতালির বড় বড় শহরে সহজেই ফ্লাইটের মাধ্যমে যেতে পারবেন। বিমানের এই ফ্ল্যাইটগুলো দ্রুত এবং সময় বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে।
- ২/ স্টপওভার ফ্লাইটঃ বেশ কয়েকটি দেশ স্টপওভার করে থাকেন, যেমন আরব আমিরাত, কাতার, তুরস্কেরের তারপরে ইতালিতে পৌঁছায়। তবে সুবিধার ক্ষেত্রে আপনি স্টপওভার ফ্লাইটের মাধ্যমে গেলে কিছুটা কম খরচে যেতে পারবেন।
ওমান থেকে ইতালতে অবৈধভাবে যাওয়ার উপায়
প্রায় প্রতিটি প্রবাসী ইউরোপের দেশ ইতালিতে প্রবেশ করার জন্য অভিবাসীরা বিভিন্ন
ধরনের ঝুঁকিপূর্ণ রুটগুলো ব্যবহার করে থাকেন। সম্প্রতিক-কালে মধ্যপাচ্যর দেশ ওমান
হয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য অবৈধভাবে প্রবেশের একটি নতুন রুট উঠে
এসেছে, সে সম্পর্কে "ডয়েসে ভেলেসহ" বেশ কিছু গণমাধ্যম দ্বারা
এই তথ্যটি প্রকাশিত হয়েছে।
যেভাবে আপনি ওমান থেকে ইতালিতে যাবেন, তার উপায় আপনাদের জানার সুবিধার্থে নিচে
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- ওমান থেকে ইরান - প্রথমে আপনাকে ওমান থেকে স্পিডবোটে ইরানের উদ্দেশ্যে যেতে হবে।
- ইরান থেকে তুরস্ক - ইরানে পৌঁছানোর পর আপনাকে স্থলপথে করে তুরস্কের ঢুকতে করতে হবে।
- তুরস্ক থেকে গ্রীস - তুরস্কে পৌঁছানোর পর আপনাকে নৌকা কিংবা বিমানে করে গ্রীসে ঢুকতে হবে।
- গ্রীস থেকে বসনিয়া - গ্রীসে পৌঁছানোর পর গ্রীস থেকে স্থলপথে আপনাকে বসনিয়া প্রবেশ করতে হবে।
- বসনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশ - বসনিয়া পৌঁছানোর পর আপনি সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে স্থলপথ ব্যবহার করতে পারবেন।
অবৈধপথ আপনার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এমনকি জীবনহানি ঘটতে পারে। তাই এই পথে
আপনার না যাওয়াটাই উচিত। উপরের তথ্যগুলো বঙ্গ আইটি ব্লগ থেকে সংগৃহীত।আপনি যদি
বৈধপথে ইউরোপের দেশগুলোতে যেতে চান, তবে টুরিস্ট হিসাবে ওমান থেকে আপনি ইউরোপের
বিভিন্ন দেশে সহজেই যেতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন পড়বে
ভিজিট ভিসার।
ওমান থেকে ইতালি যেতে কি কি কাগজপত্র লাগে
ওমান থেকে বৈধপথে ইতালি যেতে কি কি কাগজপত্রগুলো লাগে সেগুলো সম্পর্কে প্রায়
প্রতিটি প্রবাসগামী ভাই ও বোনদের জানা জরুরী। তাই আপনাদের জানার সুবিধার্থে কি কি
কাগজপত্রগুলো লাগে সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- আপনার বৈধ পাসপোর্ট
- আপনার ভিসা
- পুলিশ ক্লিয়ারেন্স
- স্বাস্থ্য সনদ
- ট্রাভেলস রেকর্ড
- ব্যাংক স্টেটমেন্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- ভিসা আবেদন ফরম
আপনারা যদি বৈধভাবে ওমান থেকে ইতালিতে যেতে চান তবে উপরে উল্লেখিত কাগজপত্র গুলো
অবশ্যই লাগবে, তাই ভিসা করার পূর্বে কাগজপত্র সংগ্রহ করে রাখতে পারেন যেন
পরবর্তীতে খুঁজতে না হয়।
ওমান থেকে ইতালি যেতে কত টাকা
ওমান থেকে ইতালি যেতে কত টাকা লাগে, সে সম্পর্কে অনেকেই জানতে চান। ওমান থেকে
বেশিরভাগ প্রবাসী বাঙালি সাধারণত দালালের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে
পাড়ি জমিয়ে থাকেন। বর্তমানে আপনার ওমান থেকে ইতালি যেতে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা
পর্যন্ত লাগতে পারে। আপনি বৈধভাবে ভিজিট ভিসা নিয়ে ওমান থেকে ইতালিতে
সহজেই
যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই শক্তিশালী ট্রাভেল হিস্ট্রি এবং ব্যাংক
ব্যালেন্স থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে আপনি ভিজিট ভিসার আবেদন করলে সহজেই এই
ভিসা পেয়ে যাবেন। তবে আপনি নিজে নিজে যদি আবেদন করেন তাহলে অল্প টাকা দিয়ে যেতে
পারবেন।
ওমান থেকে ইতালিতে কেন যাবেন?
ওমানে বর্তমানে অসংখ্য প্রবাসী শ্রমিক রয়েছেন যারা উচ্চ বেতনে চাকরি করছেন।
তাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে সেটা হলো, আমি ওমান থেকে ইতালিতে কেন
যাব?হ্যাঁ,আপনার এই প্রশ্নটি যথাযথ যুক্তি সঙ্গত। তবে মানতে হবে যে, ওমানে আপনি
যে বেতন পান ইতালিতে তার চেয়ে বেশি বা দ্বিগুণ বেতন পাবেন। তাহলে অবশ্যই বুঝতে
পারলেন নিঃসন্দেহ ইতালি যাওয়াটাই বেটার।
ওমান থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার
ওমান থেকে যেসকর প্রবাসী ভাই ও বোনেরা ইতালিতে যেতে চান সেক্ষেত্রে ওমান থেকে
ইতালির দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে অনেকেই জানতে চান, তাই আপনাদের জানার
সুবিধার্থে আজকের এই পোস্টের মাধ্যমে ওমান থেকে ইতালি কত কিলোমিটার সে সম্পর্কে
নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- ওমান থেকে ইউরোপের দেশ ইতালির দূরত্ব হচ্ছে প্রায় ৪,৫০০ কিলোমিটার।
লেখকের শেষ মন্তব্য - ওমান থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে
প্রিয় পাঠক উপরের আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,ওমান থেকে ইতালি যাওয়ার
উপায়, ওমান থেকে ইতালি বৈধ ভাবে কিভাবে যাওয়া যায় তার উপায়, ওমান থেকে ইতালি
অবৈধভাবে যাওয়ার উপায়,ইতালি যেতে কি কি কাগজপত্রগুলো লাগে, ওমান থেকে ইতালি
যেতে কত টাকা লাগে ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ
সহকারে
পড়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন। আপনি যদি ওমান থেকে ইউরোপের দেশ ইতালিতে যেতে
চান, তবে অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন। কেননা ওমান থেকে অবৈধভাবে বা পথে
ইতালি যাওয়া খুবই বিপদজনক এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। অবৈধপথকে আমরা সব সময়
নিরুৎসাহিত করে থাকি।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url