বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
বরিশাল থেকে লঞ্চে ভোলা যেতে চাচ্ছেন? কিন্তু লঞ্চের সময়সূচী এবং ভাড়ারনতালিকা
জানেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। নিচে বরিশাল টু ভোলা
লঞ্চ সময়সূচী জেনে নিতে পারেন।
বরিশাল থেকে ভোলা বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষ
লঞ্চের মাধ্যমে আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ করতে চান। সেক্ষেত্রে অবশ্যই লঞ্চের
সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানা প্রয়োজন যা আজকের এই পোস্টে নিচে জেনে
নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী জানতে পড়ুন
বরিশাল টু ভোলা যে লঞ্চ গুলো চলাচল করে
বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে নদীপথে প্রতিদিন অসংখ্য লঞ্চ চলাচল করে থাকে। কিন্তু
কোন লঞ্চ গুলো যাতায়ত করে সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত
মনোযোগ সহকারে পড়লে, আশা করি যে লঞ্চগুলো চলাচল করে সেই সম্পর্কে জেনে নিতে
পারবেন।
কোন লঞ্চগুলো চলাচল করে সে সম্পর্কে জানা প্রতিটি লঞ্চ যাত্রী ভাই ও বোনদের জন্য
জানা জরুরী। কেননা যে লঞ্চগুলো চলাচল করে, সে সম্পর্কে ধারণা না থাকলে লঞ্চে
মিসটেক হওযার সম্ভাবনা বেশি থাকে। চলুন তাহলে নিচে জেনে নেওয়া যাক যে লঞ্চগুলো
চলাচল করে এই সে সম্পর্কে। ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া জানুন।
ক্রমিক নং | যে লঞ্চগুলো চলাচল করে |
---|---|
০১ | এম ভি পারভিন |
০২ | এম ভি সঞ্চিতা ১ |
০৩ | এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস |
০৪ | এম ভি উপকূল এক্সপ্রেস ২ |
০৫ | এম ভি আওলাদ এক্সপ্রেস |
০৬ | এম ভি মেঘদূত ১ |
০৭ | এম ভি মিলন এক্সপ্রেস ১ |
০৮ | এম ভি সুপারসনিক |
উপরে উল্লেখিত লঞ্চগুলো বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে, আপনারা
চাইলে যেকোনো একটি লঞ্চের মাধ্যমে আপনার গন্তব্যে নিরাপদ এবং আরামদায়িকভাবে
পৌঁছাতে পারেন।
বরিশাল টু ভোলা লঞ্চের সময়সূচী ২০২৫
বরিশাল থেকে ভোলার উদ্দেশে যে লঞ্চগুলো যাতায়াত করে সে সম্পর্কে ইতিপূর্বে উপরে
জানতে পেরেছেন। কিন্তু বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী সম্পর্কেও জানা খুবই
গুরুত্বপূর্ণ। কেননা লঞ্চের সঠিক সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকে,
তাহলে লঞ্চের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আপনাদের জানার সুবিধার্থে
বরিশাল টু ভোলা লঞ্চের সময়সূচী সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। তবে
সময়ের সাথে সাথে কর্তৃপক্ষ চাইলে লঞ্চের সময়সূচী পরিবর্তন করতে পারেন।
ক্রমিক নং | লঞ্চের তালিকা | লঞ্চ ছাড়ার সময় |
---|---|---|
০১ | এম ভি পারভিন | দুপুর ২ঃ০০ টা |
০২ | এম ভি সঞ্চিতা ১ | দুপুর ৩ঃ০০ টা |
০৩ | এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস | দুপুর ১ঃ৩০ টা |
০৪ | এম ভি উপকূল এক্সপ্রেস ২ | দুপুর ১ঃ০০ টা |
০৫ | এম ভি আওলাদ এক্সপ্রেস | সকাল ১১ঃ০৫ মিনিটে |
০৬ | এম ভি মেঘদূত ১ | সকাল ৭ঃ০০ টা |
০৭ | এম ভি মিলন এক্সপ্রেস ১ | সকাল ৬ঃ০০ টা |
০৮ | এম ভি সুপারসনিক | ভোর ৫ঃ০০ টা |
বরিশাল টু ভোলা লঞ্চ ভাড়ার তালিকা
বরিশাল টু ভোলা লঞ্চের ভাড়া কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে, আপনি কোন ধরনের
সিটের উপর যাবেন তার উপর ভিত্তি করে। কেননা লঞ্চের সর্বনিম্ন সিট থেকে সর্বোচ্চ
দামি পর্যন্ত সিট রয়েছে। চলুন তাহলে বরিশাল টু ভোলা লঞ্চের সিটের ভাড়া কেমন, সে
সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ও ভাড়া জেনে নিতে পারেন।
ক্রমিক নং | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | ইকোনমিক ক্লাস | ৫০০ টাকা |
০২ | বিজনেস ক্লাস | ৪০০ টাকা |
০৩ | রয়্যাল ক্লাস | ৭০০ টাকা |
০৪ | সিঙ্গেল এসি কেবিন | ১০০০ টাকা |
০৫ | ডাবলেসি কেবিন | ১৮০০ টাকা |
০৬ | ডিলাক্স কেবিন | ৩০০০ টাকা |
বরিশাল টু ভোলা টিকিট বুকিং এবং যোগাযোগ নাম্বার
আপনারা যারা বরিশাল থেকে ভোলার উদ্দেশে লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে
চাইলে টিকিট বুকিং করতে পারেন। বরিশাল টু ভোলা টিকিট বুকিং সহ সময়সূচী পরিবর্তন
হলে নিচের নাম্বারগুলোর মাধ্যমে জেনে নিতে পারবেন। চলুন তাহলে বরিশাল টু ভোলা
লঞ্চ টিকিট বুকিং এবং যোগাযোগ নাম্বার গুলো জেনে নেওয়া যাক।
ক্রমিক নং | লঞ্চের নামের তালিকা | লঞ্চের যোগাযোগ নাম্বার |
---|---|---|
০১ | এম ভি পারভিন | 01719-304308 |
০২ | এম ভি সঞ্চিতা ১ | 01923-344945 |
০৩ | এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস | 01725-171897 |
০৪ | এম ভি উপকূল এক্সপ্রেস ২ | 01715-635563 |
০৫ | এম ভি আওলাদ এক্সপ্রেস | 01711-304313 |
০৬ | এম ভি মেঘদূত ১ | 01749-790990 |
০৭ | এম ভি মিলন এক্সপ্রেস ১ | 01711-319626 |
০৮ | এম ভি সুপারসনিক | 01711-393976 |
বরিশাল টু ভোলা দূরত্ব কত কিলোমিটার?
বরিশাল থেকে ভোলা আপনারা যারা নতুন যেতে যাচ্ছেন সেক্ষেত্রে কত কিলোমিটারে সে
সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে জানার জন্য
খোঁজাখুঁজি করে থাকেন। আজকে আপনারা সঠিক জায়গাতেই এসেছেন। বরিশাল টু ভোলা দূরত্ব
হচ্ছে প্রায় 48.1 কিলোমিটার। ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়া জানুন।
বরিশাল টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে?
বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে আপনারা যারা নিয়মিত ভ্রমণ করেন তারা সময় সম্পর্ক
হয়ে জানলেও, যারা নতুন ভ্রমণ করতে চাচ্ছেন তাদের প্রায় অনেকেই জানেন না। যা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন। বরিশাল থেকে ভোলা
লঞ্চের মাধ্যমে যেতে সময় লাগে প্রায় ৩-৫ ঘন্টা।
লেখকের শেষ মন্তব্য
সম্মানিত প্রিয় লঞ্চ যাত্রী ভাই ও বোনেরা আপনারা যারা বরিশাল থেকে ভোলা যেতে
চাচ্ছেন, উপরে উল্লেখিত আজকের এই আর্টিকেলটির মাধ্যমে যে লঞ্চগুলো চলাচল করে এবং
বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়ার তালিকা উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা
যারা বরিশাল থেকে ভোলার উদ্দেশে লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন আশা করি আর্টিকেলটি
পড়ে উপকৃত হয়েছেন। লঞ্চের সময়সূচী সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি
ফলো করতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url