ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ময়মনসিংহ থেকে ট্রেনের মাধ্যমে আপনারা যারা ঢাকা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে
ট্রেনের সময়সূচী সম্পর্কে জানাটা জরুরী। কেননা ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের
সময়সূচী সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে, তাহলে সঠিক সময়ে গন্তব্যে
পৌঁছানো সম্ভব নয়।
ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল যাত্রী ভাই ও বোনেরা ট্রেনের মাধ্যমে
ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা
খুবই গুরুত্বপূর্ণ। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে খুব সহজেই নিচে জেনে নিতে
পারবেন।
পোস্ট সূচীপত্রঃ ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ জানতে পড়ুন
ময়মনসিংহ টু ঢাকা যে ট্রেন গুলো চলাচল করে
ময়মনসিংহ থেকে যে সকল যাত্রী ভাই ও বোনেরা ঢাকার উদ্দেশে ট্রেনের মাধ্যমে যেতে
চাচ্ছেন, সেক্ষেত্রে কোন ট্রেন গুলো চলাচল করে সে সম্পর্কে জানাটা খুবই জরুরী।
কেননা যে ট্রেনগুলো যাতায়াত করে সে সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে, তাহলে
সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবেন না এবং গন্তব্য সঠিক সময় যেতে পারবেন
না।
আর সেজন্য সময়সূচী সম্পর্কে এবং কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে জানা
জরুরী,যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন। ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম জানতে পড়ুন।
ক্রমিক নং | আন্তঃনগর যে ট্রেনগুলো চলাচল করে |
---|---|
০১ | অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) |
০২ | তিস্তা এক্সপ্রেস (৭০৮) |
০৩ | হাওর এক্সপ্রেস (৭৭৮) |
০৪ | মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) |
০৫ | যমুনা এক্সপ্রেস (৭৪৬) |
০৬ | ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) |
ক্রমিক নং | মেইল যে ট্রেনগুলো যাতায়াত করে |
---|---|
০১ | ভাওয়াল এক্সপ্রেস (৫৬) |
০২ | জামাল্পুর কমিউটা (৫২) |
০৩ | বলাকা কমিউটা (৫০) |
০৪ | ঈশা খান এক্সপ্রেস (৪০) |
০৫ | মহুয়া এক্সপ্রেস (৪৪) |
০৬ | দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) |
ময়মনসিংহ টু ঢাকা আন্তঃনগর ট্রেনের সময়সূচী ২০২৫
ময়মনসিংহ থেকে আপনারা যারা আন্তঃনগর ট্রেনের মাধ্যমে ঢাকার উদ্দেশে যাতায়াত
করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানাটা
আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ টু ঢাকা আন্তঃনগর ট্রেনের সময়সূচী
সম্পর্কে যদি সঠিক তথ্য আপনার জানা না থাকে তাহলে, সঠিক সময় স্টেশনে পৌঁছাতে
পারবেন না এবং ট্রেনের
মাধ্যমে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সম্ভব হবে না। তাই আপনাদের জানার সুবিধার্থে
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে নিন।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) | ৮ঃ৪৮ মিনিটে | ১১ঃ৫০ মিনিটে | নাই |
০২ | তিস্তা এক্সপ্রেস (৭০৮) | ৫ঃ০৬ মিনিটে | ৮ঃ২৫ মিনিটে | সোমবার |
০৩ | হাওর এক্সপ্রেস (৭৭৮) | ১০ঃ২৫ মিনিটে | ১২ঃ৪০ মিনিটে | বৃহঃপতিবার |
০৪ | মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) | ১ঃ২৫ মিনিটে | ৪ঃ২০ মিনিটে | শুক্রবার |
০৫ | যমুনা এক্সপ্রেস (৭৪৬) | ৪ঃ৩০ মিনিটে | ৭ঃ০০ টা | নাই |
০৬ | ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) | ৮ঃ৫৫ মিনিটে | ১১ঃ৫৫ মিনিটে | নাই |
ময়মনসিংহ টু ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকা আপনারা যারা মেইল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন
সেক্ষেত্রে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে, ময়মনসিংহ টু ঢাকা মেইল এক্সপ্রেস
ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে জেনে নিতে পারেন। তবে ট্রেনের সময়সূচী সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে নিতে পারেন।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | ভাওয়াল এক্সপ্রেস (৫৬) | ৫ঃ৩০ মিনিটে | ১১ঃ৪৫ মিনিটে | নাই |
০২ | জামাল্পুর কমিউটা (৫২) | ৭ঃ৩০ মিনিটে | ১১ঃ১৫ মিনিটে | নাই |
০৩ | বলাকা কমিউটা (৫০) | ১ঃ৪৫ মিনিটে | ৫ঃ২৫ মিনিটে | নাই |
০৪ | ঈশা খান এক্সপ্রেস (৪০) | ১২ঃ০০ টা | ১১ঃ০০ টা | নাই |
০৫ | মহুয়া এক্সপ্রেস (৪৪) | ৫ঃ২২ মিনিটে | ১১ঃ২৫ মিনিটে | নাই |
০৬ | দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) | ৩ঃ৩৩ মিনিটে | ৭ঃ১৫ মিনিটে | নাই |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়া
ময়মনসিংহ থেকে ট্রেনের মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা ঢাকার উদ্দেশ্যে যেতে
চাচ্ছেন, সেক্ষেত্রে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানাটা
উচিত বলে মনে হয়। কেননা ট্রেনের সঠিক ভাড়া সম্পর্কে যদি সঠিক তথ্য জানা থাকে
তাহলে প্রতারিত হওয়ার কোন সম্ভাবনাই থাকে না। চলুন নিচে জেনে নেওয়া যাক
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে। সময়ের সাথে সাথে ট্রেনের ভাড়া পরিবর্তন হতে পারে।
ক্রমিক নং | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | কমিউটার | ৬০ টাকা |
০২ | ২য় শ্রেণী মেইল | ৫০ টাকা |
০৩ | ২য় শ্রেণী সাধারণ | ৪৫ টাকা |
০৪ | সুলভ | ৭০ টাকা |
০৫ | শোভন | ১২০ টাকা |
০৬ | শোভন চেয়ার | ১৪০ টাকা |
০৭ | প্রথম শ্রেণী চেয়ার | ২১৫ টাকা |
০৮ | স্নিগ্ধা | ২৭১ টাকা |
০৯ | এসি সিট | ৩২২ টাকা |
১০ | এসি কেবিন | ৪৮৩ টাকা |
১১ | ১ম শ্রেণী কেবিন | ২৮০ টাকা |
ময়মনসিংহ টু ঢাকা দূরত্ব কত কিলোমিটার?
ময়মনসিংহ থেকে ট্রেনের মাধ্যমে আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করতে চাচ্ছেন
সেক্ষেত্রে দূরত্ব কত কিলোমিটার এমন প্রশ্ন করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ময়মনসিংহ টু ঢাকা কত কিলোমিটার সে সম্পর্কে নিচে
জেনে নিতে পারবেন।
- গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে প্রায় ১১১.৬ কিলোমিটার।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে?
ময়মনসিংহ থেকে ট্রেনের মাধ্যমে আপনারা যারা নিয়মিত ভ্রমণ করেন তারা কত সময় লাগে
সে সম্পর্কে জানলেও, যারা নতুন ভ্রমণ করতে চাচ্ছেন কেমন সময় লাগে সে সম্পর্কে
ধারণা রাখেন না। যার ফলে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। আশা
করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন।
- ময়মনসিংহ থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা যেতে সময় লাগে প্রায় ৩-৪ ঘন্টা।
লেখকের শেষ মন্তব্য
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা যারা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে
ট্রেনের মধ্যে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। উপরে
উল্লেখিত আজকের এই পোস্টের মাধ্যমে জেনে নিতে পারলেন ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের
সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে। যাহা প্রতিটি ট্রেন যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ
হতে পারে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url