নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
নারায়ণগঞ্জ থেকে লঞ্চের মাধ্যমে আপনারা যারা চাঁদপুর যেতে চাচ্ছেন,
সেক্ষেত্রে প্রায় অনেকেই সময়সূচী এবং চাঁদপুরের ভাড়ার তালিকা সম্পর্কে সঠিক
তথ্য জানেন না। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নিচে
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন ।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর বিভিন্ন প্রয়োজনে আপনারা যারা লঞ্চের মাধ্যমে চলাচল
করতে চাচ্ছেন, কিন্তু নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে ধারণা নেই!
আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য। নিচে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী
সম্পর্কে সঠিক তথ্যগুলো আশা করি যেনে নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া জানতে পড়ুন
নারায়ণগঞ্জ টু চাঁদপুর যে লঞ্চগুলো চলাচল করে
নারায়ণগঞ্জ টু চাঁদপুর যে লঞ্চ গুলো চলাচল করে সে সম্পর্কে জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে অনুসন্ধান করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি নারায়ণগঞ্জ টু
চাঁদপুর যে লঞ্চগুলো চলাচল করে এবং সময়সূচী সম্পর্কে নিচে জেনে নিতে পারবেন।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের
উদ্দেশে নিয়মিত বেশ কয়েকটি লঞ্চ যাতায়াত করে। যে লঞ্চ গুলো যাতায়াত করে সে
সম্পর্কে যদি সঠিক তথ্য জানা থাকে, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী সেই লঞ্চের
টিকিট কেটে আপনার গন্তব্যস্থলে খুব সহজেই নিরাপদে চলে যেতে পারবেন। চলুন জেনে
নেওয়া যাক কোন লঞ্চ গুলো চলাচল করে সেগুলো সম্পর্কে নিচে জেনে নেই।
ক্রমিক নং | যে লঞ্চগুলো চলাচল করে থাকে |
---|---|
০১ | এম ভি সুরজ |
০২ | এম ভি নবীন |
০৩ | এম ভি চাঁদপুর |
০৪ | এম ভি মদিনা |
০৫ | এম ভি শাহজাহান |
০৬ | এম ভি রহমত |
০৭ | এম ভি আল আমিন |
০৮ | এম ভি নূরজাহান |
০৯ | এম ভি সোনার বাংলা |
উপরে উল্লেখিত লঞ্চগুলোর মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যাতায়াত করতে পারবেন।
আপনারা যারা আরামদায়কভাবে সিট নিয়ে লঞ্চের মাধ্যমে চাঁদপুরে যেতে চাচ্ছেন
সেক্ষেত্রে উপরে দেওয়া যে লঞ্চ গুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করে টিকিট কেটে
নিতে পারেন। ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া জেনে নিতে পারেন।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের সময়সূচী ২০২৫
নারায়ণগঞ্জ টু চাঁদপুর কোন লঞ্চগুলো যাতায়াত করে ইতি পূর্বে আপনারা উপরে জানতে
পেরেছেন। নারায়নগঞ্জ টু চাঁদপুর লঞ্চের সঠিক সময়সূচী জানার জন্য প্রায় অনেকেই
ইন্টারনেটে খুঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
পড়লে নারায়নগঞ্জ টু চাঁদপুর লঞ্চের সময়সূচী সম্পর্কে আশা করি জেনে নিতে পারবেন।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চের সময়সূচী সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরী। কেননা লঞ্চের সঠিক সময়সূচী সম্পর্কে যদি আপনারা
না জানেন তাহলে সঠিক সময়ে লঞ্চ ঘাটে পৌঁছানো সম্ভব না। যার ফলে লঞ্চ মিস করার
সম্ভাবনার পরিমাণ বেশি থাকে। তাই আপনাদের জানাই সুবিধার্থে নারায়নগঞ্জ টু চাঁদপুর
লঞ্চের সময়সূচী সম্পর্কে নিচে উল্লেখ
করে দেওয়া হচ্ছে। তবে সময়ের সাথে সাথে
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলোর সময়সূচী
পরিবর্তন হতে পারে। ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়া জানতে পড়ুন।
ক্রমিক নং | লঞ্চের নামের তালিকা | লঞ্চ ছাড়ার সময় | লঞ্চ পৌঁছানোর সময় |
---|---|---|---|
০১ | এম ভি সুরজ | বিকাল ৪ঃ০০ টা | রাত ১০ঃ০০ টা |
০২ | এম ভি নবীন | বিকাল ৩ঃ০০ টা | রাত ৯ঃ০০ টা |
০৩ | এম ভি চাঁদপুর | বিকাল ২ঃ০০ টা | রাত ৮ঃ০০ টা |
০৪ | এম ভি মদিনা | দুপুর ১ঃ০০ টা | রাত ৭ঃ০০ টা |
০৫ | এম ভি শাহজাহান | দুপুর ১২ঃ০০ টা | সন্ধ্যা ৬ঃ০০ টা |
০৬ | এম ভি রহমত | সকাল ১০ঃ০০ টা | বিকাল ৪ঃ০০ টা |
০৭ | এম ভি আল আমিন | সকাল ৯ঃ০০ টা | বিকাল ৩ঃ০০ টা |
০৮ | এম ভি নূরজাহান | সকাল ৮ঃ০০ টা | বিকাল ২ঃ০০ টা |
০৯ | এম ভি সোনার বাংলা | সকাল ৭ঃ০০ টা | দুপুর ১ঃ০০ টা |
নারায়ণগঞ্জ টু চাদপুর লঞ্চ ভাড়া জানুন
নারায়ণগঞ্জ থেকে আপনারা যারা চাঁদপুর যেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভাড়ার
তালিকা সম্পর্কে জানা থাকলে আপনাদের জন্য সুবিধা হতে পারে বলে মনে করি। কেননা
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে যে লঞ্চগুলো চলাচল করে তার ভাড়া কত টাকা হবে
সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিটের ধরণের উপরে। কেননা আপনি কম দাম থেকে শুরু
করে
সর্বোচ্চ দামের লঞ্চের সিট বুকিং করে গন্তব্যে যেতে পারবেন। আপনাদের জানাই সুবিধার্থে নারায়নগঞ্জ টু চাঁদপুর নদীপথে যে লঞ্চগুলো
চলাচল করে কোন সিটের জন্য কত ভাড়া সেগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেছি। তবে
লঞ্চের ভাড়া কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারেন। সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ও ভাড়া জানুন।
ক্রমিক নং | লঞ্চের নামের তালিকা | কেবিন ভাড়া | সিটের ভাড়া |
---|---|---|---|
০১ | এম ভি সুরজ | -- | -- |
০২ | এম ভি নবীন | -- | -- |
০৩ | এম ভি চাঁদপুর | ৭০০ টাকা | ২১০ টাকা |
০৪ | এম ভি মদিনা | ৬৫০ টাকা | ২০০ টাকা |
০৫ | এম ভি শাহজাহান | ৬০০ টাকা | ১৯০ টাকা |
০৬ | এম ভি রহমত | ৫৫০ টাকা | ১৮০ টাকা |
০৭ | এম ভি আল আমিন | ৫০০ টাকা | ১৭০ টাকা |
০৮ | এম ভি নূরজাহান | ৪৫০ টাকা | ১৬০ টাকা |
০৯ | এম ভি সোনার বাংলা | ৪০০ টাকা | ১৫০ টাকা |
নারায়ণগঞ্জ টু চাঁদপুর দূরত্ব কত কিলোমিটার?
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে অনেকেই রয়েছেন যারা নতুন ভ্রমণ করতে
চাচ্ছেন, সেক্ষেত্রে দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জানে না। আজকের এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আশা করি নারায়ণগঞ্জ টু ভোলা দূরত্ব কত কিলোমিটার
সে সম্পর্কে খুব সহজেই নিচে জেনে নিতে পারবেন।
- গুগল ম্যাপের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ টু চাঁদপুর দূরত্ব হচ্ছে প্রায় ৯৮.১ কিলোমিটার।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে যেতে কত সময় লাগে?
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের মাধ্যমে আপনারা যারা আরামদায়ক এবং নিরাপদ ভাবে
ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কত সময় লাগে সে সম্পর্কে অনেকেই জানার আগ্রহ
প্রকাশ করেন। নারায়ণগঞ্জ থেকে লঞ্চের মাধ্যমে চাঁদপুর যেতে আপনার সময় লাগবে
প্রায় ৮ ঘন্টা।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় লঞ্চ যাত্রী ভাই ও বোনেরা আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের
উদ্দেশে যেতে চাচ্ছেন। উপরে উল্লেখিত আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা কোন
লঞ্চগুলো যাতায়াত করে এবং নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী
সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার
বন্ধু-বান্ধব সাথে এমনকি আত্নীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url