About US
মাহবুব আইটি সম্পর্কে যাবতীয় তথ্য
প্রিয় পাঠকগণ,মাহবুব আইটিতে আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কি মাহবুব আইটি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন। তাহলে চলুন, আজকে আমরা জানাবো মাহবুব আইটির লক্ষ্য, উদ্দেশ্যে, বৈশিষ্ট্য এবং পরিষেবাসমূহ।
মাহবুব আইটি ওয়েবসাইটের পথচলা ও লক্ষ্যসমূহ
মাহবুব আইটির পথচলা শুরু ২০২৪ সালের ২০শই এপ্রিল। গুগল ব্যবহারকারীদের সঠিক তথ্য এবং গাইডলাইনের কথা ভেবে মাহবুব আইটি যাত্রা শুরু করে। বর্তমান এবং ভবিষ্যতের কথা ভেবে বিজ্ঞান এবং তথ্য নির্ভর সেরা ব্লগিং গুলো মাহবুব আইটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।আশা করি এইতথ্যনির্ভর ব্লগিং গুলো আপনাদের সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমাদের ব্লগ টিম
যেন আপনাদের সাফল্যর অংশীদার হতে পারে সেজন্য প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে। মাহবুব আইটি ওয়েবসাইটটি আপনাদের বিভিন্ন সমস্যা, তথ্যনির্ভর এবংআধুনিকতায় বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য বাংলা ব্লগিং পোস্টের মাধ্যমে পথ চলা শুরু করেছে।
মাহবুব আইটি কেন?
গুগলের বিভিন্ন তথ্য অনুসারে বর্তমান বিশ্বে প্রায় 1.14-B ওযেবসাইট রয়েছে এবং প্রায় প্রতি মিনিটে 180 টি ওয়েবসাইট তৈরি হচ্ছে। এই এ লক্ষ লক্ষ ওয়েবসাইট গুলোর মধ্যে বিভিন্ন ভুয়া তথ্য রয়েছে। যেমন- জেলা উপজেলা থানা এগুলো সঠিক তথ্য দেওয়া থাকে না।যার ফলে প্রতিনিয়ত মিথ্যা তথ্য দিয়ে স্পাম করা হচ্ছে।
যার ফলে মানুষ দৈনন্দিন জীবনে জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত ওয়েবসাইট থাকতে আপনি কেন মাহবুব আইটি ব্যবহার করবেন। এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে, আমাদের যাত্রা শুরু থেকেইআমরা মাহবুব আইটি ওয়েবসাইট ব্যবহারকারীদের সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করে আসছি।
সঠিক এবং নির্ভুল তথ্যগুলোই ওয়েবসাইটে তুরে ধরি। আপনাদের সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করার জন্য ব্যাপক পরিশ্রম এবং প্রতিজ্ঞা জ্ঞাপন করছে। মাহবুব আইটি পাঠকদের বিভিন্ন ধরনের আইডিয়া প্রদান করে সফল হতে সহযোগিতা করে। তাই মাহবুব আইটি সঠিক এবং নির্ভুল তথ্য ও পরিষেবা দিবে আপনাকে।
পরিচয়পত্র
- নামঃ মাহবুবুল আলম(মাহবুব রুবেল)
- গ্রামঃ সলঙ্গা মধ্যপাড়া,ভরমোহনী।
- পোস্টঃ সলঙ্গা
- থানাঃ সলঙ্গা
- উপজেলাঃ রায়গঞ্জ
- জেলাঃ সিরাজগঞ্জ
- বিভাগঃ রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
- স্নাতকঃ সরকারি সা'দত কলেজ,টাঙ্গাইল।(BSS-Political Science)
- স্নাতকোত্তরঃ সরকারি সা'দত কলেজ,টাঙ্গাইল।(MSS-Political Science)
- কলেজঃ সলঙ্গা ডিগ্রী কলেজ।(HSC- Humanities)
- স্কুলঃ নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়।(SSC-Humanities)
মাহবুব আইটির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা
মাহবুব আইটির উদ্দেশ্য হলো উদ্যোক্ত হওয়া। মাহবুব আইটি সামাজিক ভিডিও ব্লগ এবং বাংলা ব্লগ কনটেন্ট তৈরীর বিষয়ে প্রযোজনীয়তা প্রকাশ করছে। মাহবুব আইটি ওয়েবসাইটে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর সঠিক তথ্যগুলো আপলোড করা হয়। যার ফলে আমাদের পাঠকগণ সব সময় সঠিক তথ্যগুলো পেয়ে থাকে।
আপনাদের সবসময় সঠিক তথ্য এবং পরিষেবা দেওয়ার জন্য দিন দিন প্রতিনিয়তই আমরা নিজেদেরকে আপডেট করছি। পরিশেষে আমরা আশা করছি, আমাদের দেয়া সঠিক তথ্যগুলো আপনারা পেয়ে অনেক উপকৃত হবেন। আমরা চাই আপনারা যেন সবসময় সঠিক তথ্য গুলো পান এবং উপকৃত হন ও সফলতা পান।
আমরা ঠিক তখনই সফল হব, যখন আপনারা সফলতা পাবেন। আর সফলতা পেতে হলে দরকার সঠিক তথ্য। যা আমাদের মাহবুব আইটি ওয়েবসাইটের প্রকাশ করে থাকি।এতক্ষণ ধৈর্য সহকারে মাহবুব আইটি ওয়েবসাইটের লেখাগুলো পড়ার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url