শোকাবহ আগস্ট মাসের কবিতা - আগস্ট মাস নিয়ে মনীষীদের ১০টি উক্তি
পোস্ট সূচীপত্রঃ শোকাবহ আগস্ট মাসের কবিতা - আগস্ট মাস নিয়ে মনীষীদের ১০টি উক্তি জানতে পড়ুন
- শোকাবহ আগস্ট নিয়ে কিছু কথা
- জাতীয় শোক দিবস কবে- শোক দিবসের তারিখ জানুন
- শোকাবহ আগস্টের কবিতা- নির্মলেন্দু গুণ
- শোকাবহ ১৫ই আগস্টের কবিতা- অন্নদাশঙ্কর রায়
- ১৫ ই আগস্ট শোক দিবসের কবিতা- সৈয়দ শামসুল হক
- জাতীয় শোক দিবস নিয়ে মনীষীদের ১০টি উক্তি
- যে তারিখে স্মরণ করা হয়
- লেখকের শেষ মন্তব্য
শোকাবহ আগস্ট নিয়ে কিছু কথা
শোকাবহ আগস্ট মাসের কবিতা শোক প্রকাশের অন্যতম মাধ্যম হতে পারে । কেননা একমাত্র শোকের কবিতার মাধ্যমেই মানুষের আবেগ-অনুভূতি অতি সহজেই ফুটিয়ে তোলা যায়। প্রিয় পাঠক আপনি যদি ১৫ই আগস্ট এর শোক দিবসের কবিতাগুলো পড়তে চান, তাহলে মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন। আজকে আমরা আগস্ট মাসের শোক দিবসের কবিতাগুলো এবং বিভিন্ন মনীষীদের ১০টি উক্তি আপনাদের মাঝে এই আর্টিকেলটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।
জাতীয় শোক দিবস কবে শোক দিবসের তারিখ জানুন
শোকাবহ আগস্ট মাসের কবিতা - আগস্ট মাস নিয়ে মনীষীদের ১০টি উক্তি জানা প্রতিটি বাঙ্গালির জন্য নগুরুত্বপূর্ণ।আগস্ট মাসের ১৫ তারিখে বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্যই, প্রতিবছর আগস্ট মাসের ১৫ তারিখে বাংলাদেশের শোক দিবস পালন করা হয়।
১৯৯৬ সালে সর্বপ্রথম বাংলাদেশে শোক দিবস পালন করা হয়। আওয়ামী লীগ সরকার যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসে, তখন ১৫ই আগস্ট কে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন। আর ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিবছর ১৫ই আগস্ট শোক দিবস হিসেবে যথাযথ সম্মানের সাথে পালন করা হয়। পরবর্তীতে যখন ২০০২ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা
নিষিদ্ধ ঘোষণা করেন। বিএনপির পরে আবার যখন, তত্ত্ববোধক সরকার ফখরুদ্দিন আহমেদ ক্ষমতায় আসেন, তখন ১৫ ই আগস্ট কে পুনরায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করা হয়। ফখরুদ্দিনের আমলের পর থেকে জাতীয় শোক দিবস পালন করা আর বন্ধ হয়নি। জাতীয় শোক দিবস সম্পর্কে আশা করি বিস্তারিত জানতে পেরেছেন।
শোকাবহ আগস্টের কবিতা- নির্মলেন্দু গুণ
আগস্ট শোকের মাস,কাঁদো- নির্মলেন্দু গুণ
এসেছে কান্নার দিন কাঁদো বাঙালি কাঁদো।
জানি দীর্ঘদিন কান্নার অধিকারহীন ছিলে তুমি,
হে ভাগ্যহত বাংলার মানুষ, আমি জানি,
২১ বছর তুমি কাঁদতে পারোনি আজ কাঁদো।
আজ প্রাণ ভরে কাঁদো এসেছে কান্নার দিন,
দীর্ঘ দুই দশকের জমানো শোকের ঋণ
আজ শোধ করো অনন্ত ক্রন্দনে।
তোমার বক্ষমুক্ত ক্রন্দনের আবেগ উচ্ছ্বাসে
আজ ভেসে যাক, ডুবে যাক, এই বঙ্গীয় ব-দ্বীপ।
মানুষের একত্রিত কান্না কত সুন্দর হতে পারে,
মানুষ জানেনা, এবার জানাও, সবাই জানুক।
মাটি থেকে উঠে আসা ঝিঝির কান্নার মত
তোমাদের কল্লোলিত ক্রন্দনের ধনী-শুনুক পৃথিবী।
কাঁদো, তুমি পৃথিবীকে কাঁপিয়ে কাঁদো আজ।
কান্নার আনন্দবঞ্চিত হে দুর্ভাগা দেশের মানুষ, কাঁদো---
তুমি দুধ না পাওয়া ক্ষুধার্ত শিশুর মতো কাঁদো,
তুমি ভাই-হারানো নিঃসঙ্গ বোনের মতো কাঁদো,
তুমি পিতা-হারানো আদুরে কন্যার মতো কাঁদো,
তুমি সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিঃস্ব মানুষের মতো কাঁদো,
তুমি সদ্যপ্রসূত মৃত সন্তানের জননীর মতো কাঁদো,
যখন কাঁদতে চেয়েছিলে তখন কাঁদতে না-পারার
অসহায় ক্ষোভে,বেদনায়,তুমি অক্ষম ক্রোধে কাঁদো।
২১ বছর পরে আজ মেঘ ফুঁড়ে উঠেছে মুজিবসূর্য
বাংলার আকাশে;উল্লাসে নয়, কান্নার মঙ্গলধনীতে
আজ আবাহন করো তারে, কাঁদো বাঙালি কাঁদো।
এসেছে কান্নার দিন মুজিববিহীন এই স্বাধীন বাংলায়।
উৎপাদিত বটপত্রের শুভ্র-কষের মতো
আজ চোখ বেয়ে ঝরুক তোমার অশ্রুবিন্দুরাশি।
আজ কাটা খেজুর গাছের উষ্ণ রসের মত
তোমার বুকের জমানো কান্না ঝরুক মাটির কলসে।
২১ বছর পর আজ এসেছে আগস্ট।
(কাব্যগ্রন্থঃ মুজিব- প্রকাশকাল ২০০১)
শোকাবহ ১৫ই আগস্টের কবিতা-
অন্নদাশঙ্কর রায়
যতদিন রবে পদ্মা, মেঘনা,
গৌরী, যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা,
রক্তগঙ্গা বহমান,
নাই নাই ভয়, হবে হবে জয়,
জয় মুজিবুর রহমান।
১৫ ই আগস্ট শোক দিবসের কবিতা-
সৈয়দ শামসুল হক
এখনো রক্তের রঙ ভোরের আকাশে,
পৃথিবীও বিশাল পাখায় গাঢ় রক্ত মেখে
কবে থেকে ভাসছে বাতাস।
জয় বাংলার ধনী লয়ে যখন সূর্যের আলো তার
পাখায় পড়বে এসে
ইতিহাস থেকে আরো কিছুক্ষণ পরে।
মানুষ তো ভয় পায় বাকহীন মৃত্যুকেই,
তাই উঠে নড়ে,
থেকে থেকে গাছের সবুজ ডালপালার ভেতরে।
পাতাগুলো হাওয়া পায়,
শব্দ করে ওঠে আর পাতাও
ধরে ওঠে অস্থিরতা- কখন সে পাবে স্বর-
জয় বাংলা ঝড়- তাকে দাও।
জন্মনাভি! বোঁটা থেকে দ্যাঁখো আজও
অভিভূত রক্ত যায় ঝরে
বাঙালির কলমের নিবের ভিতর।
স্তব্ধ নয় ইতিহাস! বাংলাও সুদূরগামী।
তেরোশত নদীর উপরে ওই আজও তো নৌকায়
রক্তমাখা জনকের উত্থান বিস্ময়।
জাতীয় শোক দিবস নিয়ে মনীষীদের ১০টি উক্তি
আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয়।
গৌরী প্রসন্ন মজুমদার
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠ সুরের ধ্বনী- প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ, আমার বাংলাদেশ।
সাদ্দাম হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
হাসান মতিউর রহমান
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
ইয়াসির আরাফাত
শেখ মুজিবুর রহমানের চরিত্র ছিল আপসহীন সংগ্রামী বলিষ্ঠ নেতৃত্ব এবং তার কোমল হৃদয়।
ইউনেস্কো
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি ঐতিহাসিক দলিল।
ফিদেল ক্যাস্ত্রো
শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন হিমালয়ের মতো মহান নেতাকে, আমরা হারালাম একজন বলিষ্ট কন্ঠস্বরের মহান বন্ধুকে।
উইলিবান্ট
শেখ মুজিবুর রহমান কে হত্যার পর বাঙালিকে আর বিশ্বাস করা যায় না, যারা শেখ মুজিবুর রহমানের মত বিশ্ববরেন্য নেতা কে হত্যা করতে পারে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে।
বিবিসি ১৫ই আগস্ট ১৯৭৫
বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার নিজের সেনাবাহিনী হত্যা করেছিল অথচ পাকিস্তানিরা শেখ মুজিবকে হত্যা করতে দ্বিধা করেছিল।
জেমস ল্যামন্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশ শুধু এতিমই হয়নি বরং হারিয়েছে বলিষ্ঠ কন্ঠের নির্যাতিত শোষিত মানুষের এক মহান বীর সন্তানকে।
(বিঃদ্রঃ) উপরে উল্লেখিত কবিতা এবং উক্তিগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহিত করা হয়েছে। কারো যদি আপত্তি থাকে, তাহলে দয়া করে জানাবেন। সংশোধন করে নিব।
যে তারিখে স্মরণ করা হয়
১৫ ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৫ই আগস্ট ইতিহাসের সবচেয়ে বর্বর, জঘন্য, নৃশংস হত্যাকান্ড।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশের জন্ম হয়েছে, সেজন্য স্বাধীন বাংলাদেশের অপর নাম শেখ মুজিব। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গভীরভাবে তাদেরকে স্মরণ করা হয়।
লেখকের শেষ মন্তব্য - শোকাবহ আগস্ট মাসের কবিতা এবং আগস্ট মাস নিয়ে মনীষীদের ১০টি উক্তি সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, শোকাবহ আগস্ট মাসের কবিতা এবং আগস্ট মাসের কবিতা ও মনীষীদের উক্তিগুলো আলোচিত হয়েছে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আপনি চাইলে জাতীয় শোক দিবসের কবিতা গুলো আপনার বন্ধুবান্ধব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। কেননা কবিতাগুলো আপনি সহ অন্যান্য মানুষজন যদি পড়ে, তাহলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের মর্মবাণীগুলো উপলব্ধি করতে পারবে। আমাদের ওয়েবসাইট ফলো করুন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url