১মিনিটে জানুন লিবিয়া থেকে ইতালি যেতে খরচ এবং কত কিলোমিটার
লিবিয়া থেকে ইতালি যেতে খরচ কত? এবং লিবিয়া থেকে ইতালি কত কিলোমিটার, যাওয়ার
উপায় এবং কত সময় লাগে, আপনি কি সে সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছেন?তাহলে এই
আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। বিস্তারিত জানতে নিচে পড়ুন।
বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশের মানুষ কাজের উদ্দেশ্যে লিবিয়াতে গিয়ে থাকেন।
উন্নত জীবনের আশায় প্রতিটি প্রবাসীর স্বপ্ন ইতালি যাওয়ার। তাই আপনারা যারা
লিবিয়া থেকে ইতালি যেতে চাচ্ছেন। নিচে জেনে নিন লিবিয়া থেকে ইতালি যেতে খরচ
এবং কত কিলোমিটার সে সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ লিবিয়া থেকে ইতালি যেতে খরচ এবং কত কিলোমিটার জানতে পড়ুন
লিবিয়া থেকে ইতালি কত কিলোমিটার
লিবিয়া থেকে ইতালি কত কিলোমিটার আপনি জানেন কি? আর এ সম্পর্কে জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, গুগল
ম্যাপের তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ইতালির দূরত্ব হলোর প্রায় ১,৭৭৮ কিলোমিটার।
যদি মাইলের হিসাব করা যায়, তাহলে লিবিয়া থেকে ইতালির দূরত্ব হলো প্রায় ৪৫০
মাইল।
এবং যদি নটিক্যাল মাইলের হিসাব করা যায়, তাহলে দূরত্ব দাঁড়ায় প্রায় ৯৬০ নটিকাল
মাইল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন লিবিয়া থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার।
লিবিয়া প্রবাসী প্রায় অনেকেই আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে লিবিয়া
থেকে ইতালি পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করেন। যারা জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়া
থেকে ইতালিতে যেতে চান, তাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সমুদ্রপথে লিবিয়া থেকে
ইতালির দূরত্ব কত।
সাধারণত গুগল ম্যাপ, LYKHO,ITGIT এর তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ইতালির
সমুদ্রপথের দূরত্ব হলো প্রায় ৭২৬ কিলোমিটার। যদি সমুদ্রপথে মাইলের হিসাব করা
যায় তাহলে লিবিয়া থেকে ইটালির দূরত্ব প্রায় ৪৫১ মাইল। এবং নটিক্যাল মাইলের হিসাব
অনুযায়ী, লিবিয়া থেকে ইতালির দূরত্ব প্রায় ৩৮২ নটিক্যাল মাইল। নিচে লিবিয়া থেকে ইতালি যেতে খরচ কত টাকা জানতে পড়ুন।
লিবিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
লিবিয়া থেকে ইতালি যেতে খরচ কত বা কত টাকা লাগে, প্রায় অধিকাংশ মানুষ এ
সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন। বিশেষ করে যারা নতুন লিবিয়া
থেকে ইতালিতে পাড়ি দিতে চাচ্ছেন, অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন। আপনাদের জানার
সুবিধার্থে, লিবিয়া থেকে ইতালি যেতে কার কত টাকা লাগবে, সেটা সম্পূর্ণ নির্ভর
করবে বা দালালের উপরে।
লিবিয়া থেকে ইতালিতে আপনাকে গেম করে যেতে একেক জন দালাল সাধারণত একেক ভাবে টাকা
নিয়ে থাকে। তবে লিবিয়া থেকে ইটালিতে যেতে, আপনার সর্বনিম্ন খরচ হবে, প্রায় ২
লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে দালালের খপ্পরে পরে ৮ থকে ১২ লক্ষ টাকাও
লাগতে পারে। তবে এ ধরনের যাত্রা অবৈধ এবং খুবই বিপদজনক। প্রায় অধিকাংশ মানুষ
পুলিশের হাতে ধরা খেয়ে যায়।
তাই এ ধরনের জীবনের ঝুঁকি নেওয়াকে আমরা সব সময় নিরুৎসাহিত করে থাকি। তবে আপনি
যদি বৈধ উপায়ে লিবিয়া থেকে ইতালিতে যেতে চান, তবে আপনার খরচ কত হবে সেটা
সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসার ক্যাটাগরির উপরে। সাধারণত লিবিয়া থেকে ইতালিতে
বৈধ উপায়ে যেতে। আপনার খরচ হতে পারে ৪ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। লিবিয়া
থেকে ইতালিতে যাওয়ার ক্ষেত্রে আমার পরামর্শ হলো।
আপনি সরকারিভাবে যাওয়ার জন্য আবেদন করুন। ইতালির বিভিন্ন কোম্পানির কর্মী নিয়োগ
প্রকাশ করে থাকে অনলাইন ওয়েবসাইটে। আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন, আপনি
যদি সিলেক্ট হন তাহলে কোম্পানি আপনাকে ভিসা দিবে।
লিবিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে
লিবিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে? আপনাদের জানার সুবিধার্থে লিবিয় থেকে
ইতালিতে যেতে কত সময় লাগে এবং কিভাবে যাবেন। সকল যাবতীয় তথ্য এই আর্টিকেলটি শুরু
থেকে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন।লিবিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে,
দিবিয়া প্রবাসী Pavez official 77 YouTuber এর তথ্য মতে যদি আবহাওয়া ভালো থাকে
এবং সমুদ্রে যাতায়াতের সমস্যা না হয় তাহলে লিবিয়া থেকে ইতালিতে যেতে সময় লাগে
প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা।
তবে আবহাওয়া যদি ভালো না থাকে, তবে ১৭ থেকে ১৮ ঘন্টা লাগতে পারে। তবে পারভেজ আরো
একটি বিষয় জানান যে সেটা হলো, লিবিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগবে, সেটা
সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপরে। লিবিয়া থেকে সমুদ্রপথে ১৭ থেকে ১৮ ঘন্টা
ভ্রমণ করার পরে শেষ পর্যন্ত, ইতালির জিরো পয়েন্টে গিয়ে ধরা পড়লে ফেরত চলে আসতে
হয়। তাই সবসময় চেষ্টা করবেন বৈধ পথে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার।
বিমানে লিবিয়া থেকে ইতালির দূরত্ব কত
লিবিয়া থেকে ইতালির সরাসরি দূরত্ব প্রায় ১,৭৭৮ কিলোমিটার। লিবিয়া থেকে বিমানে
ইতালিতে যেতে এই দূরত্বের সময় লাগে প্রায় ২ ঘণ্টার মতো।
লিবিয়া ও ইতালির মধ্যবর্তী সাগরের নাম কি
লিবিয়া ও ইতালির মধ্যবর্তী সাগরের নাম কি সে সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান।
তাই আপনাদের জানার সুবিধার্থে লিবিয়া থেকে ইতালির মধ্যবর্তী সাগরের নাম হল
ভূমধ্যসাগর। আপনি যদি লিবিয়া থেকে ইটালিতে যেতে চান তবে আপনার সবচেয়ে সহজ উপায়
হলো এই ভূমধ্যসাগরটি পাড়ি দিয়ে যাওয়া।
লেখকের শেষ মন্তব্য - লিবিয়া থেকে ইতালি যেতে খরচ সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারবেন যে, লিবিয়া থেকে ইতালি যেতে খরচ কত,
লিবিয়া থেকে ইতালি দূরত্ব কত কিলোমিটার, লিবিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে,
লিবিয়া ও ইতালির মধ্যবর্তী সাগরের নাম কি ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। লিবিয়া থেকে ইতালিতে
যাওয়া আমরা সব সময় বৈধ পথকে উৎসাহিত করে থাকি।আপনারা যদি অবৈধ পথে ইতালিতে যান
তবে জীবনের ঝুঁকি থাকবে। তাই চেষ্টা করুন বৈধ পথে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url